Sunday, August 24, 2025

গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেস(Congress) দীর্ঘ বছর ধরে সভাপতি বিহীন। এই অবস্থায় দেশজুড়ে কংগ্রেসের উন্নতির বদলে রক্তক্ষরণ হয়েছে বেশি। দলের একাংশ বারবার সভাপতি নির্বাচনের দাবি জানালেও তা আর হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে ফের একবার দলে সভাপতির দাবিতে সরব হতে দেখা গেল সাংসদ শশী থারুরকে(Shashi Thakur)। তিনি স্পষ্ট ভাবে জানালেন সাংগঠনিক দিক থেকে দলকে মজবুত করতে হলে অবিলম্বে দলীয় সভাপতি নির্বাচন করা জরুরি।

শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, সোনিয়া গান্ধী নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে আমরা সকলেই বিষয়টিকে অভ্যর্থনা জানাচ্ছি। কিন্তু বহু মানুষ স্থায়ী সভাপতির জন্য দাবি তুলেছেন। গত দুবছর আমাদের কোনো স্থায়ী সভাপতি নেই। দলের সাংগঠনিক উন্নতিতে বাড়তি ইন্ধনের প্রয়োজন রয়েছে। আমরা সকলেই চাই কংগ্রেসে স্থায়ী সভাপতি হয়ে কেউ আসুক। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কেউ কথা বলবে না। সোনিয়া গান্ধী এমন একজন নেত্রী যিনি দলকে ভীষণ ভালো নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এটাও সত্যি যে উনি এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।

আরও পড়ুন:পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নির নাম ঘোষণা করল কংগ্রেস

তিনি আরো বলেন, যদি কংগ্রেস নেতা রাহুল গান্ধী পার্টির নেতৃত্বের ভূমিকায় ফিরে আসতে চান সে ক্ষেত্রে দ্রুত তাকে ফিরে আসতে হবে। তিনি জানান আমরা দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্বে এক নবরূপে সামনে এসেছিল কংগ্রেস। তখন সোনিয়া গান্ধী নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। যদি রাহুল গান্ধী পুনরায় সভাপতি পদের আসতে ইচ্ছুক হন তাহলে যত দ্রুত সম্ভব আসা উচিত। তিনি আরো জানান, কংগ্রেস ২০২৪ সালে সরকার গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। দলীয় নেতৃত্ব লড়াইয়ের রণকৌশল তৈরি করেছে। কিন্তু এখনো পর্যন্ত যা করা হয়েছে তাতে যদি পরিবর্তন না আনা হয় তাহলে কেন ভোট দাতাদের মন বদলাবে কংগ্রেসের প্রতি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version