Sunday, November 9, 2025

রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

Date:

ভোর থেকেই কালো মেঘে ঢাকা তিলোত্তমার আকাশ। রাতভর প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তুমুল বৃষ্টির জেরে জল জমেছে শহর ও শহরতলীতে৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ  মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন:‘মাঠ জুড়ে খেলব এবার তৃণমূলের হয়ে’ : বাবুল

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকঘণ্টায় কলকাতা ও তার সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ গরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। বৃষ্টির জেরে সকাল থেকেই তাপমাত্রাও রয়েছে কম। সোমবার মহানগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে চলবে বৃষ্টি।

রবিবার রাত থেকেই তুমুল বৃষ্টি শুরু হওয়ায় গত ২৪ ঘণ্টায় কলকাতার ৭টি জায়গায় ১০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। বেড়েছে গঙ্গার জলস্তরও। আবহাওয়াবিদরা জানিয়েছেন,আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবতের ফলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার জেরে এই তুমুল বৃষ্টি। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ওপর সমুদ্রে যাওয়ার নেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version