Saturday, May 3, 2025

রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

Date:

ভোর থেকেই কালো মেঘে ঢাকা তিলোত্তমার আকাশ। রাতভর প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তুমুল বৃষ্টির জেরে জল জমেছে শহর ও শহরতলীতে৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ  মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন:‘মাঠ জুড়ে খেলব এবার তৃণমূলের হয়ে’ : বাবুল

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকঘণ্টায় কলকাতা ও তার সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ গরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। বৃষ্টির জেরে সকাল থেকেই তাপমাত্রাও রয়েছে কম। সোমবার মহানগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে চলবে বৃষ্টি।

রবিবার রাত থেকেই তুমুল বৃষ্টি শুরু হওয়ায় গত ২৪ ঘণ্টায় কলকাতার ৭টি জায়গায় ১০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। বেড়েছে গঙ্গার জলস্তরও। আবহাওয়াবিদরা জানিয়েছেন,আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবতের ফলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার জেরে এই তুমুল বৃষ্টি। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ওপর সমুদ্রে যাওয়ার নেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version