মাত্র ৫ কোটিতে টিকিট বিক্রি করেছেন ! কাঠগড়ায় তেজস্বী  

0
1

টাকা দিয়ে নির্বাচনের টিকিট বিক্রি করার অভিযোগে এবার বিপাকে পড়লেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)৷ তাঁর বিরুদ্ধে এফআইআরের (FIR) নির্দেশ দিয়েছে পাটনা আদালত (Patna Court)৷ তেজস্বী ছাড়াও আরজেডি এবং কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷ যদিও আরজেডির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

লালু পুত্রের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা সঞ্জীব কুমার সিং৷ অভিযোগ, ২০১৯-এর লোকসভা ভোটের সময় তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তেজস্বী৷ ঠিক হয়, ভাগলপুর কেন্দ্রের প্রার্থী হবেন সঞ্জীব কুমার সিং৷ এজন্য পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল৷ গত ১৮ অগস্ট পটনা আদালতে দায়ের করা মামলায় তিনি জানিয়েছেন, ২০১৯ সালের ১৫ জানুয়ারি তেজস্বী যাদব, মিসা ভারতী, মদন মোহন ঝা (বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি), রাজেশ রাঠোর (কংগ্রেস মুখপাত্র) তাঁর কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন৷ বিনিময়ে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ভাগলপুর কেন্দ্র থেকে সঞ্জীব কুমারকেই প্রার্থী করা হবে৷

লোকসভার মত বিধানসভা আসনেও টিকিট পাননি সঞ্জীব কুমার সিং৷ প্রতারণার অভিযোগে তিনি আদালতের দ্বারস্থ হন৷