Tuesday, August 26, 2025

ত্রিপুরায় পা রেখেই IO-কে ফোন, কুণালকে খোয়াই থানায় না আসার আবেদন আধিকারিকের

Date:

“খোয়াই থানায় আসার প্রয়োজন নেই।” পরিবর্তে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় আগামীকাল দুপুর ১২টা নাগাদ আগরতলাতে NCC থানায় আসছেন পুলিশ আধিকারিকরা। সেখানেই কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তারা। সোমবার সন্ধ্যায় আগরতলা(Agartala) পা রাখার পর খোয়াই থানার আইও-কে ফোন ও কথোপকথনের নির্যাস টুইট করে প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি আরো জানান, আমি কিন্তু খোয়াই যেতে তৈরিই ছিলাম।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষ সহ ছয়জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল খোয়াই থানার পুলিশ। সেই অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে খোয়াই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের তলবে সাড়া দিয়ে সোমবারই ত্রিপুরা পৌঁছেছেন কুণাল ঘোষ। আগরতলা থেকেই খোয়াই থানার আইও-কে ফোন করেন তিনি। এবং জানান মঙ্গলবার সকাল ১১টা নাগাদ খোয়াই থানায় উপস্থিত হবেন তিনি। এরপরই পাল্টা পুলিশ আধিকারিক জানিয়ে দেন, “আপনাকে কাল খোয়াই অবধি আসতে হবে না। কাল ১২টায় আগরতলাতে NCC থানায় আমরা যাব। ওখানেই কথা হবে।”

আরও পড়ুন:সাগরদ্বীপে মিনি টর্নেডোর দাপটে তছনছ গোটা এলাকা

এর পাশাপাশি বিমানবন্দরে পা রাখার পর আগামী ২২ সেপ্টেম্বর অভিষেকের মিছিল প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় কুণাল ঘোষ বলেন, “আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওরা নানা অজুহাত দেখিয়ে মিছিল বাতিল করার চেষ্টা চালাচ্ছে। বিজেপির রেল আবার বিজেপির রেল ধর্মঘট! এসব করে কিছু হবে না। আদালতের প্রতি ভরসা রয়েছে আমাদের আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিন আসছেন। পাশাপাশি বিজেপির বহিরাগত তত্ত্ব প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কোন কেন্দ্রীয় নেতা তো বাদ ছিল না বাংলায় আসতে। আর ত্রিপুরাতেই হবে তৃণমূল সংগঠন তৈরি করছে সেখানে সিনিয়র নেতৃত্বরা তো আসবেন তাদের অভিজ্ঞতার ভাগ করে নিতে। সুতরাং বিজেপির এইসব অবান্তর কথার কোনও মানে হয় না।

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version