Saturday, May 17, 2025

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

Date:

বিসিসিআই সভাপতি( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( ( Sourav ganguly) উদ্দেশে কড়া চিঠি দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভর্মা। চিঠির দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবিধান বিরোধী নানা কাজ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিসিসিআই। সেই চিঠিতে আদিত্য ভর্মা জানিয়েছেন, বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

আদিত্য ভর্মা বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের ক্রিকেটের অবস্থার অবনতি হচ্ছে।

এই চিঠিতে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে আদিত্য লেখেন, “সভাপতি মহাশয়, আপনি আপনার সময়ের একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, কিন্তু আজ আপনি বিসিসিআই সভাপতির এক গর্বিত পদে রয়েছেন, আর এর ফলে আপনার উপর দায়িত্ব রয়েছে বিহার ক্রিকেটের যাবতীয় সমস্যা দেখা ও তার সমাধান করার। যদি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অপরাধকে না দেখেন, আপনি তবে সুপ্রিম কোর্টের অবমাননা করছেন।”

এরপর পাশাপাশি তিনি আরও লেখেন, “আমি আপনার কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই, যে সকল নয়া অ্যাসোসিয়েশন বিসিসিআইয়ের সদস্য হয়েছে, নির্দিষ্ট অ্যাসোসিয়েশনের অফিস কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে আপনার উপর বিহার ক্রিকেটের দায়িত্ব রয়েছে। কিন্তু আজ অবধি, আমি বিসিসিআইকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সংক্রান্ত যে চিঠি দিয়েছিলাম, আমি কোনও বার্তা পাইনি বিসিসিআই কিংবা আপনার থেকে, যা স্পষ্টতই অবমাননাকর এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে।”

আরও পড়ুন:মিতালিদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

 

Related articles

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

মেসি বনাম ইয়ামালের পায়ে পায়ে লড়াই দেখার সুযোগ ফুটবল বিশ্বের

প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে তাকে সিলমোহর পড়লো।ফিনালিসিমা (Finalissima) হবে, অর্থাৎ লিওনেল মেসি বনাম...

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার অভিযোগ! অবশেষে জালে বিজেপি নেতা

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার পরে পালিয়ে থেকেও রেহাই মিলল না। ঘটনার ২৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের পাকুর...
Exit mobile version