Tuesday, August 26, 2025

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

Date:

বিসিসিআই সভাপতি( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( ( Sourav ganguly) উদ্দেশে কড়া চিঠি দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভর্মা। চিঠির দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবিধান বিরোধী নানা কাজ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিসিসিআই। সেই চিঠিতে আদিত্য ভর্মা জানিয়েছেন, বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

আদিত্য ভর্মা বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের ক্রিকেটের অবস্থার অবনতি হচ্ছে।

এই চিঠিতে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে আদিত্য লেখেন, “সভাপতি মহাশয়, আপনি আপনার সময়ের একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, কিন্তু আজ আপনি বিসিসিআই সভাপতির এক গর্বিত পদে রয়েছেন, আর এর ফলে আপনার উপর দায়িত্ব রয়েছে বিহার ক্রিকেটের যাবতীয় সমস্যা দেখা ও তার সমাধান করার। যদি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অপরাধকে না দেখেন, আপনি তবে সুপ্রিম কোর্টের অবমাননা করছেন।”

এরপর পাশাপাশি তিনি আরও লেখেন, “আমি আপনার কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই, যে সকল নয়া অ্যাসোসিয়েশন বিসিসিআইয়ের সদস্য হয়েছে, নির্দিষ্ট অ্যাসোসিয়েশনের অফিস কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে আপনার উপর বিহার ক্রিকেটের দায়িত্ব রয়েছে। কিন্তু আজ অবধি, আমি বিসিসিআইকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সংক্রান্ত যে চিঠি দিয়েছিলাম, আমি কোনও বার্তা পাইনি বিসিসিআই কিংবা আপনার থেকে, যা স্পষ্টতই অবমাননাকর এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে।”

আরও পড়ুন:মিতালিদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version