Saturday, August 23, 2025

মুকুলের জায়গায় বসিয়ে গুরুত্ব হ্রাস, মন্ত্রিত্বও পেলেন না দলে “কোণঠাসা” দিলীপ

Date:

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আচমকা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি। পরিবর্তে তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। বাংলা থেকে আগে বিজেপির এই পদে ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তিনি বিজেপি ছাড়ার পর পদটি শূন্য ছিল। তবে এই পদের আদৌ কি কোনও গুরুত্ব আছে? সম্ভবত দিলীপ ঘোষ নিনেও তা জানেন না। এই পদের কাজ কী, সেটা মুকুল রায়ও জানতেন না। বা দেশজুড়ে বিজেপির আরও যে সকল সর্বভারতীয় সহ-সভাপতি আছেন তাঁরাও জানেন না।

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ নিযে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতি পদটি নিতান্তই আলঙ্কারিক। এ বার সেই সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বঙ্গ বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে এমনও শোনা গিয়েছিল। কিন্তু মন্ত্রী হওয়া হয়নি দিলীপ ঘোষের। এ বার রাজ্য সভাপতি পদও গেল। ফলে দলের মধ্যেই বিরোধী লবি দিলীপ ঘোষকে যে আরও কোণঠাসা করবে তা বলাই বাহুল্য।

রাজ্য সভাপতি পদ চলে যাওয়ার পর দিলীপ ঘোষ তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানান, “বিধানসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নতুন ভূমিকায় এসে গেছে। এতদিন আমরা এখানে সংগঠনকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছিলাম। পার্টি নতুন ভূমিকায় এসেছে তাই সমস্ত ক্ষেত্রে নতুন নেতৃত্ব আসা উচিত।”

দিলীপবাবুর দাবি, গত জুলাই মাসেই কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর এক ঘন্টা কথা হয়েছিল। মেয়াদ ফুরোনোর আগেই তার অপসারণ বিষয়ে তিনি বলেন, মেয়াদ থাকলেও সংগঠনের প্রয়োজনে রদবদল করা হয়েছে এবং সবার সঙ্গে কথা বলেই সেই বদল করা হয়েছে। যদিও প্রকারান্তরে বিধানসভা নির্বাচনের দায় তার ঘাড়ে চাপানো হল কিনা জানতে চাওয়ায় তিনি বলেন যে তার উপর দায় চাপতেই পারেন কিন্তু তিনি নিজের কাজ করেছেন।

অন্যদিকে, নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘পদ বিষয় নয়, দলের কাজ করাই আমার মূল লক্ষ্য। পার্টি যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে চলব। সুকান্ত পরিশ্রমী ছেলে। আশা করব শক্ত হাতে রাজ্যে দল পরিচালনা করতে পারবেন। রাজ্যে দল আমাকে যখন যে দায়িত্ব দেবে, তা পালন করবো। আর কেন্দ্রে সেখানে যা দায়িত্ব দেবে সেটা করার চেষ্টা করবো।”

আরও পড়ুন- “এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version