Sunday, November 9, 2025

মুকুলের জায়গায় বসিয়ে গুরুত্ব হ্রাস, মন্ত্রিত্বও পেলেন না দলে “কোণঠাসা” দিলীপ

Date:

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আচমকা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি। পরিবর্তে তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। বাংলা থেকে আগে বিজেপির এই পদে ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তিনি বিজেপি ছাড়ার পর পদটি শূন্য ছিল। তবে এই পদের আদৌ কি কোনও গুরুত্ব আছে? সম্ভবত দিলীপ ঘোষ নিনেও তা জানেন না। এই পদের কাজ কী, সেটা মুকুল রায়ও জানতেন না। বা দেশজুড়ে বিজেপির আরও যে সকল সর্বভারতীয় সহ-সভাপতি আছেন তাঁরাও জানেন না।

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ নিযে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতি পদটি নিতান্তই আলঙ্কারিক। এ বার সেই সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বঙ্গ বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে এমনও শোনা গিয়েছিল। কিন্তু মন্ত্রী হওয়া হয়নি দিলীপ ঘোষের। এ বার রাজ্য সভাপতি পদও গেল। ফলে দলের মধ্যেই বিরোধী লবি দিলীপ ঘোষকে যে আরও কোণঠাসা করবে তা বলাই বাহুল্য।

রাজ্য সভাপতি পদ চলে যাওয়ার পর দিলীপ ঘোষ তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানান, “বিধানসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নতুন ভূমিকায় এসে গেছে। এতদিন আমরা এখানে সংগঠনকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছিলাম। পার্টি নতুন ভূমিকায় এসেছে তাই সমস্ত ক্ষেত্রে নতুন নেতৃত্ব আসা উচিত।”

দিলীপবাবুর দাবি, গত জুলাই মাসেই কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর এক ঘন্টা কথা হয়েছিল। মেয়াদ ফুরোনোর আগেই তার অপসারণ বিষয়ে তিনি বলেন, মেয়াদ থাকলেও সংগঠনের প্রয়োজনে রদবদল করা হয়েছে এবং সবার সঙ্গে কথা বলেই সেই বদল করা হয়েছে। যদিও প্রকারান্তরে বিধানসভা নির্বাচনের দায় তার ঘাড়ে চাপানো হল কিনা জানতে চাওয়ায় তিনি বলেন যে তার উপর দায় চাপতেই পারেন কিন্তু তিনি নিজের কাজ করেছেন।

অন্যদিকে, নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘পদ বিষয় নয়, দলের কাজ করাই আমার মূল লক্ষ্য। পার্টি যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে চলব। সুকান্ত পরিশ্রমী ছেলে। আশা করব শক্ত হাতে রাজ্যে দল পরিচালনা করতে পারবেন। রাজ্যে দল আমাকে যখন যে দায়িত্ব দেবে, তা পালন করবো। আর কেন্দ্রে সেখানে যা দায়িত্ব দেবে সেটা করার চেষ্টা করবো।”

আরও পড়ুন- “এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version