Thursday, August 28, 2025

‘বিজেপি তালিবানের মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কাটার কথা বলে। আমাদের সিআইডি অফিসারদের উত্তরপ্রদেশে হেনস্থা করে। জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেনকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া। তাই একটা ভোটও বিজেপিকে নয়।’ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেনের সমর্থনে সভা করতে এসে বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

নির্বাচনীবিধি মেনে দলীয় দুই প্রার্থীর সমর্থনে জঙ্গিপুর ও সামসেরগঞ্জে জোড়া সভা করলেন ফিরহাদ। দু জায়গাতেই তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন। জঙ্গিপুরের মির্জাপুর লাইব্রেরি মাঠে নির্বাচনী প্রথম সভায় জোর গলায় বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থী একা হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে কেউ নেই।’ স্পষ্ট জানালেন, ‘আমরা কখনও কারও কাছে মাথা নত করব না।’ এ ছাড়া কয়লা, গরুপাচার ইস্যুতেও বিজেপিকে একহাত নেন তিনি। জানান, ‘রাজনৈতিক উদ্দেশে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কাজ করছে। গরুপাচার সীমান্ত দিয়ে হয়। এর জন্য পুরোপুরি দায়ী সীমান্তরক্ষী বাহিনী।’

৫৮ নম্বর জঙ্গিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকিরের সমর্থনে কর্মিসভায় ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখেরুজ্জামান, হুমায়ুন কবির, সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, বিধায়ক মহম্মদ আলি সাহেব, সায়নি সিংহরায়, গৌতম ঘোষ প্রমুখ।
সামসেরগঞ্জে দলীয় প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে ভোট প্রচার করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের আগমনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল বিপুল। সোমবার সামসেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুল মাঠে জনসভা করেন তিনি।

সভায় ছিলেন জঙ্গিপুর জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, বিধায়ক মনিরুল ইসলাম, আবু তাহের খান প্রমুখ। করোনাবিধি ও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এক হাজার কর্মী-সমর্থক নিয়ে সামাজিক দূরত্ব মেনে সভা হয়। প্রবেশপথে সকলকে দেওয়া নির্দিষ্ট স্লিপ ও হাতে স্যানিটাইজার এবং মাস্ক।

আরও পড়ুন- মুকুলের জায়গায় বসিয়ে গুরুত্ব হ্রাস, মন্ত্রিত্বও পেলেন না দলে “কোণঠাসা” দিলীপ

 

Related articles

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...
Exit mobile version