Monday, November 10, 2025

দিলীপ ঘোষ নিজেই একটি ব্র্যান্ড, তাঁর আদর্শকে পাথেয় করেই চলতে চাই: সুকান্ত

Date:

সোমবার সন্ধ্যায় আচমকা মেয়াদ শেষের আগেই বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে (Dilip Ghosh). দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের সাংসদ (Balurghat MP) সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। আর নতুন দায়িত্ব পাওয়ার পরই আজ, মঙ্গলবার সকাল সকাল কলকাতায় চলে আসেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। এদিন শুরুতেই রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে নতুন সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয় নেতা-কর্মীদের পক্ষ থেকে। নতুন সভাপতিকে বরণ করে নেন সদ্যপ্রাক্তন দিলীপ ঘোষ।
সুকান্ত মজুমদারকে পদ্মফুল, কলম, মালা দিয়ে স্বাগত জানান দিলীপবাবু। তিনি বলেন ”শিক্ষক মানুষ, তাই পেন দিলাম আপনাকে।”

দিলীপ ঘোষ ছাড়াও এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তথাগত রায়, রাহুল সিনহা, রুপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা সহ আরও অনেকে।

এদিন সুকান্ত মজুমদার বলেন, ”দিলীপদার থেকে লড়াই শিখেছি। তাঁর আদর্শকে সামনে রেখে, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। দিলীপ ঘোষ নিজে এক ব্র্যান্ড তাঁর বিকল্প কেউ নেই। তিনি রাজ্যের সফলতম সভাপতি। রোজ সকাল সকাল দিলীপদার চায়ে পে চর্চা চলবে। দিলীপদার পরামর্শ নিয়েই রাজ্য আগামীদিনে চলবো।”

আরও পড়ুন- এখনও জল জমে আছে টিকিয়াপাড়া-কলকাতা কারশেডে, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

এদিন যাঁরা স দল ছেড়ে চলে যাচ্ছেন। তাঁদেরকেও বার্তা দিয়েছেন নতুন রাজ্য সভাপতি। তাঁর কথায়, ”আমাদের কিছু নেতা হয়ত এদিক-ওদিক করছেন। তবে নেতা গেলে আদর্শ যায় না। আদর্শ বিজেপির সঙ্গে আছে। কেউ যদি অন্য দলে চলে গিয়ে ভাবে, বিজেপিকে শেষ করে দেব, তা হয় না। তারাই অস্তিত্ব হারাবে।”

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version