Tuesday, August 26, 2025

দিলীপ ঘোষ নিজেই একটি ব্র্যান্ড, তাঁর আদর্শকে পাথেয় করেই চলতে চাই: সুকান্ত

Date:

সোমবার সন্ধ্যায় আচমকা মেয়াদ শেষের আগেই বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে (Dilip Ghosh). দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের সাংসদ (Balurghat MP) সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। আর নতুন দায়িত্ব পাওয়ার পরই আজ, মঙ্গলবার সকাল সকাল কলকাতায় চলে আসেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। এদিন শুরুতেই রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে নতুন সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয় নেতা-কর্মীদের পক্ষ থেকে। নতুন সভাপতিকে বরণ করে নেন সদ্যপ্রাক্তন দিলীপ ঘোষ।
সুকান্ত মজুমদারকে পদ্মফুল, কলম, মালা দিয়ে স্বাগত জানান দিলীপবাবু। তিনি বলেন ”শিক্ষক মানুষ, তাই পেন দিলাম আপনাকে।”

দিলীপ ঘোষ ছাড়াও এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তথাগত রায়, রাহুল সিনহা, রুপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা সহ আরও অনেকে।

এদিন সুকান্ত মজুমদার বলেন, ”দিলীপদার থেকে লড়াই শিখেছি। তাঁর আদর্শকে সামনে রেখে, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। দিলীপ ঘোষ নিজে এক ব্র্যান্ড তাঁর বিকল্প কেউ নেই। তিনি রাজ্যের সফলতম সভাপতি। রোজ সকাল সকাল দিলীপদার চায়ে পে চর্চা চলবে। দিলীপদার পরামর্শ নিয়েই রাজ্য আগামীদিনে চলবো।”

আরও পড়ুন- এখনও জল জমে আছে টিকিয়াপাড়া-কলকাতা কারশেডে, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

এদিন যাঁরা স দল ছেড়ে চলে যাচ্ছেন। তাঁদেরকেও বার্তা দিয়েছেন নতুন রাজ্য সভাপতি। তাঁর কথায়, ”আমাদের কিছু নেতা হয়ত এদিক-ওদিক করছেন। তবে নেতা গেলে আদর্শ যায় না। আদর্শ বিজেপির সঙ্গে আছে। কেউ যদি অন্য দলে চলে গিয়ে ভাবে, বিজেপিকে শেষ করে দেব, তা হয় না। তারাই অস্তিত্ব হারাবে।”

 

 

 

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version