Thursday, May 22, 2025

১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়েছে চিন! চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে চিনা হ্যাকাররা। এমনই ভয়ঙ্কর দাবি করছে মার্কিন সংস্থা। ফাঁস হয়ে গিয়েছে ১০০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য! দাবি রেকর্ডেড ফিউচার ইঙ্ক নামে একটি সাইবার সুরক্ষা সংস্থার।

রেকর্ডের ফিউচার ইঙ্ক’এর দাবি, UIDAI-এর ডেটা বেস থেকে ১০০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। ওই সংস্থা মনে করছে, কোনও সফটওয়্যারের সাহায্যে তথ্যগুলি হাতিয়েছে হ্যাকাররা। ভারতের একশো কোটির বেশি মানুষের আধার তথ্য রক্ষণাবেক্ষণ করে UIDAI। তাদের দাবি, গত জুন অথবা জুলাই মাসে তাদের ডেটা বেসে হানা দেয় হ্যাকাররা। তবে কোন কোন ধরনের তথ্য চুরি হয়েছে। যদিও এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে সরকারি সংস্থা। অন্তত এমনাটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে।

আরও পড়ুন: কোটি কোটি টাকা তছরূপ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোষাধ্যক্ষকে গ্রেফতার করলো CBI

UIDAI-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও হ্যাকিং সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। পাশাপাশি আরও জানানো হয়েছে, তাদের ডেটা বেস সম্পূর্ণ সুরক্ষিত। পুরো সিস্টেমটা নিয়মিত আপডেট হতে থাকে। অতি উচ্চ স্তরের তথ্যসুরক্ষা ব্যবস্থা দ্বারা তা সম্পূর্ণরূপে সুরক্ষিত।

যত দিন যাচ্ছে আধার কার্ডের গুরুত্ব আরও বাড়ছে। প্যান কার্ড থেকে মোবাইল পরিষেবা সবকিছুতেই আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। এইজন্য আধার কার্ডের নিরাপত্তা সম্পর্কে UIDAI আগেও জানিয়েছিল। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস রিকগনিশন নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছে সংস্থা UIDAI। কিন্তু এবার তাদেরই তথ্য চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

 

Related articles

পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা...

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন...

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে...

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...
Exit mobile version