Sunday, November 9, 2025

২৭ সেপ্টেম্বরের ভারত বনধে কৃষকদের পাশে কংগ্রেস, বাম, টিডিপিও

Date:

এখনো কৃষি আইন ( Farmers Laws) প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা (Farmers Protest)। সেই দাবিতেই দেশজুড়ে ভারত বনধের (27 th September Bharat Bandh) ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (Sangyukto Kisan Morcha)। আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস (Congress) আগেই সমর্থন জানিয়েছিল । এবার কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানাতে এগিয়ে এল বাম(CPI) ও টিডিপি (TDP)। বুধবারই অন্ধ্র প্রদেশের বামদল, কংগ্রেস ও তেলুগু দেশম পার্ট বৈঠকে বসে। সেই বৈঠকে কীভাবে কৃষকদের আন্দোলনকে সমর্থন করা যায়, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিপিআই-র রাজ্য সভাপতি ডি শঙ্কর বলেন, “কৃষকরা গত ৯ মাস ধরে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সমর্থন জানাতেই এই ভারত বনধ সফল করা প্রয়োজন।

 

এদিকে সংযুক্ত কিসান মোর্চার তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, শিক্ষক ও ছাত্র সংগঠন মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠন আগামী ২৭ তারিখের ভারত বনধকে সমর্থন জানাবে। অল ইন্ডিয়া কিসান সভার সভাপতি ডঃ ্শোক ধাওয়ালে জানান, রাজ্যস্তরীয় বৈঠকে বনধে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০০ সংগঠনের মোট ২০০ জন নেতা ওই বৈঠকে যোগ দেন। মহারাষ্ট্র ও সংলগ্ন এলাকাগুলিতে সমস্ত দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে ভারত বনধ সফল করার অনুরোধ জানানো হয়েছে। কর্নাটকের কৃষক সংগঠন ও আখচাষিদের সংগঠনও আগামী ২৭ সেপ্টেম্বরের ভারত বনধকে সমর্থন করবে।

 

সংযুক্ত কিসান মোর্চা জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বনধ পালিত হবে। এই সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্কুল, অফিস, বাজার, কারখানা সহ সমস্ত প্রতিষ্ঠানই বন্ধ রাখা হবে। সরকারি ও বেসরকারি যানবাহনও চলতে দেওয়া হবে না। কোনও অনুষ্ঠানও করতে দেওয়া হবে না। তবে অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবায় ছাড় দেওয়া থাকবে ।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version