Monday, August 25, 2025

ভবানীপুরের সভা থেকে বর্ষায় “বিদ্যুৎস্পৃষ্ট” প্রসঙ্গ টেনে মানুষকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে রেকর্ড বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আবহাওয়া পরিবর্তনের লক্ষণ নেই। একটানা বর্ষণে জলমগ্ন শহর ও শহরতলীর বিস্তীর্ণ এলাকা। পুরসভাগুলি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে জল নামানোর চেষ্টা করলেও, কিছু অঞ্চল এখনও জলের তলায়। যার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্প্রতি বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে বিজেপি সহ বিরোধীরা তাল ঠুকতে শুরু করেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন শম্ভুনাথ পন্ডিত স্ট্রিটের সভা থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “অসময়ে ভোট। জানি আপনাদের বিরক্ত করছি। এটা বর্ষার সময়, ভোটের সময় নয়। কিন্তু উপায় নেই। আমাকে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে।”

এর পরই সকলকে সাবধানতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাজ পড়ার সময় বাড়ির ইলেকট্রনিক বন্ধ রাখুন। বাইরে বেরিয়ে ইলেকট্রিকের তার বা ইলেকট্রিক পোস্টে হাত দেবেন না। সাবধানতা অবলম্বন করুন। বাজ পড়লে ঘরে থাকার চেষ্টা করুন। সতর্ক থাকুন। আগে বৃষ্টি হলে ৭-১০ দিন জল থাকত। এখন অনেক পাম্পিং স্টেশন করা হয়েছে। সাড়ে ৩ লক্ষ পুকুর কেটেছি আমরা। কিন্তু টানা ৪ মাস বৃষ্টি। বাংলাটা নৌকার মতো, ঝাড়খন্ডে, বিহারে বৃষ্টি হলে জল সব চলে আসে বাংলায়। ডিভিসি জল ছেড়ে দেয়। এমন ঝড়বৃষ্টি হচ্ছে, এমন বাজ পড়ছে, যা আগে কখনও দেখা যায়নি। মুম্বই-চেন্নাইতে জল জমলে কমে না। বর্ষায় এখানে পানীয় জলের অভাব হয় না। আমরা জলের উপর কর নিই না। এখানে লোডশেডিং হয় না।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী করোনা নিয়েও সকলকে সতর্ক থাকতে বলেন। তাঁর কথায়, “কোভিডে যেমন সাবধানতা অবলম্বন করেছেন সেটা বজায় রাখবেন। ১০০% টিকাকরণ হয়ে গেছে ভবানীপুরে। কলকাতায় ৮০% টিকা হয়ে গিয়েছে। সাড়ে পাঁচ কোটি লোককে টিকা দিয়েছি। আমার টার্গেট ১৪ কোটি। কারণ বাচ্চাদেরও টিকা দেবো। বাংলা টিকাকরনে একনম্বরে। সতর্কতা হিসেবে আগে থেকেই ১০ হাজার বেড রেডি করে রেখেছি বাচ্চাদের জন্য, থার্ড ওয়েভ যদি আসে সে কথা ভেবে। তবে করোনা কমলেও যাদের লান্সের সমস্যা আছে, পারলে আপনার বাড়ির পাশেই পিজিতে গিয়ে নিমোনিয়ার ইনজেকশন নিয়ে নেবেন। পিজি এখন দেশের অন্যতম সেরা সরকারি হাসপাতাল। এখন রাজ্যের হাসপাতালগুলি কত পরিষ্কার। মেডিক্যাল কলেজ করে দিয়েছি রাজ্যে। সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে।”

আরও পড়ুন- সিপিএম-কংগ্রেসকে কেস দেয়নি, সৎ-নির্ভীক পার্টি তৃণমূলকেই টার্গেট করেছে বিজেপি: মমতা

advt 19

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...