Friday, August 22, 2025

ভবানীপুরের বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ! পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নালিশ কমিশনে

Date:

দলীয় কর্মসূচিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tibrewal)। এই অভিযোগে ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি (BJP)। সেই সঙ্গে মহিলা প্রার্থীকে ওই পুলিশ আধিকারিক হাত ধরে টানছেন বলে একটি ছবিও প্রকাশ করেছে বিজেপি। চিঠিতে ওই অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে দ্রুত সরিয়ে দেওয়ার দাবি করেছে বিজেপি।

বৃহস্পতিবার প্রয়াত বিজেপি নেতা মানস সাহার শেষযাত্রায় সামিল হয়েছিলেন পদ্ম শিবিরের এক ঝাঁক নেতানেত্রী। দলের রাজ্য সভাপতি সুকান্তের নেতৃত্বে সেই মিছিলে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল ছাড়াও ছিলেন সাংসদ অর্জুন সিংহ ও জ্যোতির্ময় সিংহ মাহাতো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের মিছিল আটকায় পুলিশ। এমনকি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি নেতাদের। ওই ঘটনায় ডিসি সাউথের নেতৃত্বে পুলিশ কর্মীরা বিজেপি প্রার্থীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ বিজেপি-র। পাশাপাশি এই মর্মে একটি ছবিও প্রকাশ করেছে বিজেপি। এই অভিযোগ তুলেই শুক্রবার তারা ডিসি সাউথের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেল মারফত একটি চিঠি পাঠিয়েছে বিজেপি। চিঠিতে ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে নির্বাচনী সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ও দ্রুত বরখাস্তের দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন- বাড়ির সামনে পচা কুকুর ফেলে আসবো! ডেড বডি কাণ্ডে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

 

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version