Sunday, November 9, 2025

‘দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন’, সামশেরগঞ্জে দেব

Date:

দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন। দিল্লিতে চাই দিদিকে। শনিবার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে একথা বলেন সাংসদ ও অভিনেতা দেব। ভোটারদের কাছে তাঁর আবেদন, মুর্শিদাবাদে এই দুই কেন্দ্রের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে দিন। ২০২৪-এর লোকসভা ভোটে দিল্লি দখলের লড়াই করতে দিদির হাত শক্ত করতে জাকির হোসেন (Jakir Hossain) ও আমিরুল ইসলামকে (Amirul Islam) ভোট দিন। কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, বিজেপির মতো মিথ্যা রাজনীতি করি না। কথা দিয়ে পালিয়েও যাই না। কাউকে ছোট-বড় করছি না। তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সুফল মানুষ পাচ্ছেন বলে জানান তিনি। দেব বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। একুশের ভোট নিয়ে তিনি বলেন, এবারের লড়াইটা খুব কঠিন ছিল। মানুষ সঙ্গে না থাকলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সঙ্গে না থাকলে ২১৩টা সিট আমরা পেতাম না। তাই বাংলার প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই।

দেব বলেন, দ্বিতীয় ঢেউয়ের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে দিদির কথা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরা যদি না থাকতেন তাহলে ২১৩টা সিট পেতাম না। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দোপাধ্যায়-সহ বড় বড় নেতারা প্রচার করেছেন। তা সত্ত্বেও বুথ স্তরের কর্মীরা না নামলে ২১৩টি সিট পেতাম না। আমরা উন্নয়নের রাজনীতি করি।”

এদিন সামশেরগঞ্জে প্রার্থী আমিরুল ইসলামের হয়ে প্রচার করেন দেব। সামশেরগঞ্জের কাশিমনগর মাঠে একটি জনসভা করেন তিনি। তার পর জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জাকির হোসেনের সমর্থনে এক জনসভায় আসেন। জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জনসভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গোলাম রব্বানি, অভিজিৎ মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের ইমেলেও মোদির মুখ! আইনজীবীদের প্রতিবাদে সরল ছবি

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version