Tuesday, August 26, 2025

দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন। দিল্লিতে চাই দিদিকে। শনিবার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে একথা বলেন সাংসদ ও অভিনেতা দেব। ভোটারদের কাছে তাঁর আবেদন, মুর্শিদাবাদে এই দুই কেন্দ্রের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে দিন। ২০২৪-এর লোকসভা ভোটে দিল্লি দখলের লড়াই করতে দিদির হাত শক্ত করতে জাকির হোসেন (Jakir Hossain) ও আমিরুল ইসলামকে (Amirul Islam) ভোট দিন। কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, বিজেপির মতো মিথ্যা রাজনীতি করি না। কথা দিয়ে পালিয়েও যাই না। কাউকে ছোট-বড় করছি না। তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সুফল মানুষ পাচ্ছেন বলে জানান তিনি। দেব বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। একুশের ভোট নিয়ে তিনি বলেন, এবারের লড়াইটা খুব কঠিন ছিল। মানুষ সঙ্গে না থাকলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সঙ্গে না থাকলে ২১৩টা সিট আমরা পেতাম না। তাই বাংলার প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই।

দেব বলেন, দ্বিতীয় ঢেউয়ের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে দিদির কথা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরা যদি না থাকতেন তাহলে ২১৩টা সিট পেতাম না। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দোপাধ্যায়-সহ বড় বড় নেতারা প্রচার করেছেন। তা সত্ত্বেও বুথ স্তরের কর্মীরা না নামলে ২১৩টি সিট পেতাম না। আমরা উন্নয়নের রাজনীতি করি।”

এদিন সামশেরগঞ্জে প্রার্থী আমিরুল ইসলামের হয়ে প্রচার করেন দেব। সামশেরগঞ্জের কাশিমনগর মাঠে একটি জনসভা করেন তিনি। তার পর জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জাকির হোসেনের সমর্থনে এক জনসভায় আসেন। জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জনসভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গোলাম রব্বানি, অভিজিৎ মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের ইমেলেও মোদির মুখ! আইনজীবীদের প্রতিবাদে সরল ছবি

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version