Thursday, August 21, 2025

Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

Date:

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে টিকাকরণের রেকর্ড গড়েছে ভারত। তবে জন্মদিন পার হতেই টিকাকরণ ফিরে এসেছে তার অতীতের মন্থর গতিতে। শনিবার তথ্য তুলে ধরে সেটাই প্রকাশ্যে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই তথ্য প্রকাশ্যে আসার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কীভাবে ‘হ্যাপি বার্থডে স্টান্ট’ নিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলি।

ডেরেকের প্রকাশিত টুইটে বিজেপি শাসিত ৫ রাজ্যের টিকাকরণের খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্নাটকের মত রাজ্যে ১৭ সেপ্টেম্বরের আগের ৭ দিনে গড়ে টিকাকরণ হয়েছিল মাত্র ২ লক্ষ। অথচ ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন উপলক্ষে একদিনে এখানে টিকাকরণ হয়েছে ৩১.৭ লক্ষ। তবে ওইটুকুই জন্মদিন শেষ হওয়ার পর টিকাকরণ চলে গিয়েছে তার অতীতের গতিতে। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ দিনে এই রাজ্যে গড় টিকাকরণের হার মাত্র ৩.৮ লক্ষ। এই ধারা লক্ষ্য করা গিয়েছে গোবলয়ের মধ্যে পড়া বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে। তথ্য তুলে ধরে মোদি সরকারকে তোপ দেগে টুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী দেশের অন্যান্য মন্ত্রী ও সাংসদরা আপনারা বলুন, ‘হ্যাপি বার্থডে স্টান্টের’ যে তথ্য এখানে তুলে ধরা হলো তা ভুল। তাহলে আমি টুইটটা ডিলিট করে দিই।”

যদিও একদিনের এই স্টান্টে রাজ্যগুলির নম্বর বাড়লেও টিকাকরণের বিভ্রান্তি ও চরম অব্যবস্থাপনাও প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি। মধ্যপ্রদেশে টার্গেট পূরণের চক্করে পড়ে বেলাগাম ভাবে ভুল টিকাকরণের অভিযোগ উঠেছে। বহু মানুষ অভিযোগ তুলেছেন তাদের টিকা হয়নি অথচ টিকার সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তারা। কোথাও আবার মৃত ব্যক্তির নামে মোবাইলে ঢুকেছে টিকাকরণের মেসেজ। বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশের বিভ্রান্তিকর এই টিকাকরণের তথ্য। এই পরিস্থিতিতে একদিনের এই স্টান্টকে তোপ দাগলেন ডেরেক।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version