Sunday, November 9, 2025

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু করোনা সংক্রমিত হয়েছে । গত এক সপ্তাহে মেডিকেলের শিশু বিভাগে জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাত জন শিশুর। শুক্রবার গভীর রাতে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন এক শিশুর শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। যদিও করোনা পজিটিভ আসার পরেই ওই শিশুর পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বাইরে নিয়ে গিয়েছেন। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত শিশুরা জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মালদহ মেডিকেলে ভর্তি হচ্ছে তাদের করোনা সহ বিভিন্ন জ্বরের পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসাধীন শিশুদের নিয়মিত বিভিন্ন রোগের পরীক্ষা করা হচ্ছে মালদহ মেডিকেল। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক বছরের এক শিশুর

করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরে মেডিকেলের পক্ষ থেকে শিশুটিকে করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তার যাবতীয় চিকিৎসা শুরু করেছিল মেডিকেলের চিকিৎসকেরা। পরিবারের লোকেরা শিশুটির চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ থেকে রাতেই অন্যত্র নিয়ে চলে যান। শিশুর চিকিৎসার জন্য পরিবারের লোকেরা অন্যত্র নিয়ে গেলেও জেলায় শিশুদের মধ্যে

করোনা সংক্রমণ ধরা পড়ায় কিছুটা হলেও আতঙ্কিত রোগীর পরিবারেরা। যদিও মেডিকেলের কর্তাদের দাবি শিশুদের করোনা সংক্রান্ত সমস্ত সরঞ্জাম ও চিকিৎসা ব্যবস্থা মালদহ মেডিকেল আগে থেকেই তৈরি করা রয়েছে। রয়েছে পর্যাপ্ত বেড। এমনকি চিকিৎসকও। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, শিশু বিভাগে চিকিৎসাধীন এক রোগীর করোনা সংক্রমণের হদিস মিলেছে। আমরা শিশুটির চিকিৎসার শুরু করেছিলাম। তবে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য রাতেই অন্যত্র নিয়ে চলে গিয়েছে। মালদহ মেডিকেল কলেজে শিশুদের করোনা চিকিৎসার জন্য পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা তৈরি রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই । কারো করোনা হলে মালদহ মেডিকেল আমরা সঠিক চিকিৎসা দিতে পারব।বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২১ জন। গত ২৪ ঘন্টায় জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৮ জন শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১৫ জন। বর্তমানে জ্বরের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ জন শিশু।

 

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version