Sunday, November 9, 2025

পুলিশ-আইনকে উপহাস: বিপ্লব দেব গণতন্ত্রের লজ্জা, তীব্র আক্রমণ অভিষেকের

Date:

ত্রিপুরায় গণতন্ত্রের নামে ছেলেখেলা হচ্ছে! মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজেই প্রকাশ্য সভায় বলছেন, পুলিশ আইনের দ্বারা নয়, তাঁর কথাতেই চলে। বিপ্লব দেবের এই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র আক্রমণ করেন। তিনি লেখেন,

“বিপ্লব দেব সমগ্র জাতির জন্য কলঙ্ক!
তিনি বারবার গণতন্ত্রকে বিদ্রূপ করে মাননীয় বিচারবিভাগকে উপহাস করছেন। এসবকে এড়িয়ে যান।
সুপ্রিম কোর্ট কি তাঁর এই ধরনের গুরুতর অসম্মানজনক মন্তব্যের প্রতি গুরুত্ব দেবে?”

ত্রিপুরায় অপশাসন চলছে এতদিন এই অভিযোগ করেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev) বক্তব্য বিরোধীদের অভিযোগের মান্যতার দিচ্ছে। এক কর্মিসভায় তাঁকে বলতে দেখা যাচ্ছে, এ রাজ্যে পুলিশ আইনের দ্বারা নয়, আদালতের দ্বারা নয়, তাঁর দ্বারা পরিচালিত হয় কারণ তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করে বিপ্লব দেবের বিরুদ্ধে প্রবল আক্রমণ করেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক (Subal Bhowmik)।

বিপ্লব দেব তাঁর নেতাকর্মীদের আশ্বস্ত করছেন এই বলে যে, আদালত কাউকে ধরতে পারবে না। কারণ, তাঁকে ধরতে গেলে পুলিশের মাধ্যমে যেতে হবে। কিন্তু পুলিশকে তিনি নিয়ন্ত্রণ করেন। আইনের দ্বারা নয়, পুলিশ তাঁর কথায় কাজ করে। একজন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তুমুল সমালোচনা শুরু হয়েছে। কীভাবে পুলিশকে আইনের নয়, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পদাধিকারবলে নিয়ন্ত্রণ করা হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুবল ভৌমিক। তিনি জানান, ত্রিপুরায় একশোটি মামলার মধ্যে মাত্র 14 টিতে সাজা হয়। বাকিরা বেকসুর খালাস পেয়ে যান। কারণ, সেখানে পুলিশ কে কাজ করতে দেওয়া হয় না।

বাংলায় পুলিশকে ‘দলদাস’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা অথচ বিজেপিশাসিত ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, তিনি পুলিশকে নিয়ন্ত্রণ করেন। পুলিশ আইন মোতাবেক চলে না। উদাহরণস্বরূপ তিনি বলেন যে, মঞ্চে বসা অসীমবাবু কে না ধরে পুলিশ অন্য লোককে অসীম বাবু বলে ধরে নিয়ে যেতে পারে। আবার কোন এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে তাঁকে দেখতে পেয়েও বলবে খুঁজে পাচ্ছি না।

গণতান্ত্রিক দেশের একজন মুখ্যমন্ত্রী কীভাবে এই ধরনের কথা বলতে পারেন তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। সেখানে যে আইনের শাসন নেই, চূড়ান্ত অপশাসন চলছে বিপ্লব দেবের কথাতেই স্পষ্ট বলে মত বিরোধীদের।

আরও পড়ুন:ত্রিপুরাতে তৃণমূলে যোগদান ১৫২ পরিবারের

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version