Tuesday, November 4, 2025

সাফ কাপের ( SAFF CUP)জন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল( india team)। আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে চলেছে সাফ কাপ। আর এই টুর্নামেন্টের জন্য রবিবার ২৩ সদস্যের দল নির্বাচন করেছেন কোচ ইগর স্টিম্যাচ। দলে এসেছেন জিকসন সিং ও উদান্তা সিং।

সাফ কাপে ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আয়োজক দেশ মালদ্বীপ। আগামী ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে সাফ কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে সুনীলরা। নেপালের বিরুদ্ধে ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর মালদ্বীপের বিরুদ্ধে নামবে ভারত।

সাফ কাপ নিয়ে কোচ স্টিম্যাচ বলেন, “আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে মুখিয়ে রয়েছি। যেহেতু আমরা এশিয়ায় এই অঞ্চলের সেরা ফুটবল দেশ। এই চার-পাঁচটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাছে আর সুযোগ থাকবে না পরের মরশুমে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে একসাথে থাকার। তাই এই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হবে আমাদের খেলার কিছু অংশে উন্নতির জন্য।”

একনজরে দেখে নেওয়া যাক সাফ কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল –

গোলরক্ষক  – গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিঙ্গলসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই।

মিডফিল্ডার – উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালেংমাউইয়া, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জিকসন সিং, গ্লেন মার্টিন্স, সুরেশ সিং, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ।

ফরোয়ার্ড – মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে জয় মিতালিদের


 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version