Saturday, November 15, 2025

ত্রিপুরায় আইনের শাসন নেই: বিপ্লব দেব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

ত্রিপুরায় আইনের শাসন নেই। এটা কোন বিরোধীদলের নেতার কথা নয় বলছেন খোদ সে রাজ্যের বিজেপির বিধায়ক। তাঁর কথায়, আইনের শাসন থাকলে অপরাধ প্রবণতা কমে। কিন্তু ত্রিপুরায় গত কয়েক বছরে সে প্রবণতা একেবারেই কমেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Dev) নিজের প্রভাব খাটিয়ে অপরাধের খতিয়ান নথিভুক্ত করছেন না। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরার বিজেপি (Bjp) বিধায়ক আশিস দাসের (Ashis Das)। একইসঙ্গে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ত্রিপুরা গিয়ে আক্রান্ত হওয়ারও নিন্দা করেন তিনি।

ত্রিপুরায় শাসকদলের বিধায়ক আশিস দাস বলেন, যেভাবে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে বিপ্লব দেব নিজে পুলিশকে (Police) নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাতে দেশের সামনে ত্রিপুরার মানুষ হেয় হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, আদালত অবমাননার কারণে ত্রিপুরায় কারও শাস্তি হয় না। কারণ সেখানে পুলিশ সেই অবমাননার অভিযোগ নথিভুক্ত করে না। এই প্রেক্ষিতে বিপ্লব দেবের বিরুদ্ধেই আদালত অবমানার মামলা করার ইঙ্গিত দেন বিজেপি বিধায়ক।

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বারবার হামলা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব মুখে বলছেন “অতিথি দেব ভব”। অথচ কলকাতা থেকে একজন রাজনৈতিক নেতা মন্দিরে পুজো দিতে এলে তাঁর ওপর হামলা করা হচ্ছে। এতে ত্রিপুরার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মত এই বিজেপি বিধায়কের। তাঁর মতে, বাংলার সঙ্গে ত্রিপুরার নাড়ির টান।

তাঁর এই মন্তব্য এরপর এই যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হবে, তা জেনে আগেভাগেই আশিস দাস মন্তব্য করেন, তিনি দল ছাড়ছেন কি না বা বিরোধিতা করছেন কি না সে নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু বিজেপি বিধায়ক স্পষ্ট করেছেন, তাঁর অভিযোগ বিপ্লব দেবের এই মন্তব্যের বিরুদ্ধে। একই সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব দেব সরকারের আমলে যেভাবে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে এর আগে ত্রিপুরায় কখন হয়নি। এখন আশিস দাসের এই বিস্ফোরক মন্তব্য প্রমাণ করছে বিজেপির অন্দরেই বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে, এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না এখন সেটাই দেখার।

আরও পড়ুন- সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস না দলবদল? প্রণব-কন্যার টুইটে তুঙ্গে জল্পনা

 

 

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version