Monday, August 25, 2025

সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস না দলবদল? প্রণব-কন্যার টুইটে তুঙ্গে জল্পনা

Date:

এবার সক্রিয় রাজনীতির ময়দান থেকে সরছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)! সেই জল্পনা উসকে দিল তাঁর টুইট (Twitte) বার্তা। সক্রিয় রাজনীতিতে থেকে তাঁর সরে দাঁড়ানোর আলোচনায় উঠে এসেছে দলবদল প্রসঙ্গও। কারণ, সাম্প্রতিক অতীতে এভাবে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তারপরে তিনি যোগ দেন তৃণমূলে। এক্ষেত্রে শর্মিষ্ঠাও সেই পথ ধরবেন কি না সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

হঠাৎই নিজের টুইটার হ্যান্ডেলে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন- “অনেক ধন্যবাদ।
আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে যাব। সক্রিয় রাজনীতি আমার জন্য নয়”। পাশাপাশি ভিন্ন পথে মানুষের সেবা করার কথাও টুইটারে লেখেন প্রণব-কন্যা। এই টুইট থেকেই তাঁর রাজনীতি থেকে সন্ন্যাসের জল্পনা তৈরি হয়।

শর্মিষ্ঠা যদিও টুইটে স্পষ্ট করেছেন, তিনি কংগ্রেস ত্যাগ করছেন না। কিন্তু তার এই সিদ্ধান্ত মনে করিয়ে দিচ্ছে মুখোপাধ্যায় পরিবারের আরেক সদস্যের কংগ্রেস ত্যাগের উদাহরণ। প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

শর্মিষ্ঠার দলবদল নিয়ে জল্পনার আরও একটি কারণ, তাঁর টুইটার অ্যাকাউন্টের একটি ছবিকে কেন্দ্র করে। অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে একই ফ্রেমের ছবি পোস্ট করেছেন শর্মিষ্ঠা। লিখেছেন, “এটা দেখে এই সিদ্ধান্তে আসবেন না যে আমি অন্য দলে যোগ দিচ্ছি”। সেখানে বিশেষ দিনের জন্য সুস্মিতা দেবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তবে শর্মিষ্ঠা মুখে যাই বলুন, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর মতানৈক্য সর্বজনবিদিত। এবার তাঁর সক্রিয় রাজনীতি ছাড়ার বার্তা অন্য দলে যোগদানের প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- মাঝরাতে আছড়ে পড়বে গুলাব, বিপদের প্রহর গোনা শুরু অন্ধ্র-ওড়িশায়

 

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version