সঙ্গী নীল-তৃণা, বাইক চালিয়ে প্রচারে ‘কালারফুল’ মদন

মদন মিত্র মানেই সেনশেসন। রাস্তায় বেরোলেই ভিড়। আলাদা করে প্রচারের দরকার পড়ে না কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। শনিবার ফের বাইক-সওয়ারিতে মদন মিত্রকে ঘিরে দেখা গেল সেই পুরানো উচ্ছ্বাস।

পরনে কালো টি শার্ট, চোখে অতি পছন্দের আকর্ষণীয় সানগ্লাস। শনিবার ভবানীপুরে দেখা গেল ‘কালারফুল’ মদন মিত্রকে। বাইকে নিয়ে বেশ খানিকটা এলাকা ঘুরলেন। সঙ্গে ছিলেন ছোটপর্দার দুই অভিনেতা-অভিনেত্রী তথা রিয়েল লাইফ দম্পতি নীল-তৃণা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানালেন, এটা ঠিক প্রচার নয়। ছোটদের একটি খাদ্যমেলা (Food mela) হচ্ছে ভবানীপুরে। তিনি খবর পেয়ে সেই মেলা দেখতে গিয়েছেন। বিধায়কের কথায়, ”আমি রাজনীতির লোক হলেও বাচ্চারা আমার খুব প্রিয়। আর ওরাও আমাকে ভালবাসে। তাই ওদের আয়োজন করা মেলায় আমি এসেছি।” পাশাপাশি বাচ্চাদের সেলফির আবদারও মেটান মদন মিত্র।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের ভোটার ভোট কুশলী প্রশান্ত কিশোর! তোলপাড় রাজ্য রাজনীতি