Wednesday, November 12, 2025

টিভিতে তাঁকে মার খেতে দেখে মজা নিচ্ছিলেন বিজেপি নেতারা! যাদবপুরকাণ্ডে তোপ বাবুলের

Date:

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দিয়েই বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন আরো একবার বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। বললেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেদিন মার খাচ্ছিলাম আমি সেইসময় টিভিতে তা দেখে  বিজেপি নেতারা মজা নিচ্ছিলেন।”

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এ প্রসঙ্গে বাবুল বলেন, “সেই সময় আমায় আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আমায় উদ্ধার করতে কোনও বিজেপি নেতা সেদিন এগিয়ে আসেননি। বাবুল কেমনভাবে মার খাচ্ছে তা দেখে সবাই মজা নিচ্ছিল।’

আরও পড়ুন: ভারত বনধ: সিঙ্ঘু বর্ডারে এক কৃষকের মৃত্যু, পুলিশের দাবি ‘হার্ট অ্যাটাক’

আসানসোলের সাংসদ আরও বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অবশ্য বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেনি, আমি সেই সময় যে রাজনৈতিক দলটা করতাম সেই বিজেপিকে আক্রমণ করেছিল ওরা। মার খেয়েও আমি পালিয়ে যাইনি। আমার চুলের মুঠি ধরে মেরেছিল যে ছেলেটা তার নাম, পরিচয় সব আমার কাছে আছে। কিন্তু ওই ছেলেটার মা আমায় ফোন করে আর্জি জানিয়েছিল ক্ষমা করে দেওয়ার জন্য।”

এরপর তিনি সিপিআইএম নেতা শতরূপ ঘোষের প্রসঙ্গ টেনে বলেন, “আমি পুলিশের কাছে কোনও অভিযোগ জানাইনি। কিন্তু বামপন্থী শতরূপ ঘোষ ওই ছেলেটাকে বসিয়ে বললেন, যত বার বাবুল সুপ্রিয় আসবে, তত বার চুলের মুঠি ধরে টানব। বামেদের আর রাজনৈতিক ভবিষ্যত নেই।”

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version