আইকোর কাণ্ডে এবার মদন মিত্রকে CBI তলব, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল

এবার আইকোর চিটফান্ড (Icore Chit Fund Case) মামলায় এবার তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্রকে (Madan Mitra) তলব করল CBI. জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আজ, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদন পুত্রকে মঙ্গবার হাজিরা দিতে বলা হয়েছে। যদিও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর পুত্রের দাবি, ই-মেলই চেক করে উঠতে পারেননি। তাই আদৌ নোটিশ এসেছে কিনা, জানা নেই তাঁদের। তবে নোটিশ পেলে তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন তাঁরা।

 

মদন মিত্র অবশ্য প্রথম নয়। এর আগে এই আইকোর চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং সবংয়ের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইঞাকেও তলব করেছিল CBI. ইতিমধ্যেই দুই মন্ত্রীর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এবার নোটিশ পাঠানো হল মদন মিত্রকে।

 

এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। যখনই রাজ্যে কোনও নির্বাচন আসে, তখনই কেন্দ্রের শাসক দল বিজেপির অঙ্গুলি হেলনে বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হয় বলে ঘাসফুল শিবিরের অভিযোগ। প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মদন মিত্র ও পার্থ চট্টোপাধ্যায় জোরদার প্রচার করছেন।