Sunday, August 24, 2025

ভবানীপুরে জামানতও যেতে পারে, মুখ লুকোতে রিগিং তত্ত্ব খাড়া বিজেপি রাজ্য সভাপতির

Date:

৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। তার আগে আজ, সোমবার প্রচারের শেষ দিন। এদিন সকাল থেকেই তাই বিভিন্ন ওয়ার্ডে সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। ভবানীপুর বিধানসভা এলাকার বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচার করলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার।

 

৩ অক্টোবর ইভিএম খোলার পর ভবানীপুরে কী ফলাফল হতে চলেছে, সেটা ভালোই জানেন সুকান্ত ই তাঁর দলের নেতা-নেত্রীরা। তাই মুখ লুকোতে আগেভাগেই অজুহাত খাড়া করলেন বিজেপি রাজ্য সভাপতি। ভবানীপুরে বিজেপির পরাজয় নিশ্চিত বুঝে রিগিং-এর তত্ত্ব খাড়া করলেন বিজেপি সুকান্ত মজুমদার।

 

এদিন প্রচারে বেরিয়ে তিনি হাস্যকর মন্তব্য করেন। অপরিণত রাজনীতিবিদের মতো সুকান্ত বলেন, তৃণমূলের এক মহিলা সংসদের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের এনে ভবানীপুরে রিগিংয়ের ছক কষেছে শাসক দল। কিন্তু সেই সাংসদ কে, তা তিনি স্পষ্ট করেননি।

 

একদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। অন্যদিকে রিগিং হবে জেনেও নির্বাচন কমিশনকে অভিযোগ করেননি কেন? সাংবাদিকদের মধ্যে থেকে এমন প্রশ্ন আসলে ঢোক গিলতে শুরু করেন সুকান্ত মজুমদার। বলেন, উপযুক্ত তথ্য প্রমাণ নেই বলে বিষয়টি নিয়ে কমিশনে যাননি তাঁরা। অর্থাৎ, সুকান্তের বক্তব্যেই স্পষ্ট, নিশ্চিত হার বুঝে হাওয়ায় রিগিংয়ের কথা ভাসাচ্ছেন তিনি।

 

প্রসঙ্গত, রবিবারের প্রচার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, ১ লাখ ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আর তাতেই থরহরি কম্প গেরুয়া শিবিরে।

 

অন্যদিকে, কেন্দ্রের মন্ত্রীদের এনে টানা প্রচার চালিয়েও ভবানীপুরের মানুষের মনে জায়গা করে নিতে পারেনি বিজেপি। সাধারণ মানুষ বিজেপিকে টাটা জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর মুখের উপর বলে দিয়েছে, ভোট তাঁরা মমতাকেই দেবেন। তাই পরাজয় নিশ্চিত, যেতে পারে জামানতই, এসব বুঝেই মুখ লোকাতে রিগিং-এর তত্ত্ব খাড়া করছেন বিজেপি রাজ্য সভাপতি।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version