Monday, August 25, 2025

অশান্তি বাধিয়ে ভোট স্থগিতের চেষ্টা করছে বিজেপি: দিলীপকে নিশানা সৌগত-ফিরহাদের

Date:

ভবানীপুরের যদুবাবুর বাজারে বিক্ষোভের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। শুধু তাই নয়, এই ইস্যুকে হাতিয়ার করে ভবানীপুরে ভোটগ্রহণ স্থগিত করার দাবি জানিয়েছেন তিনি। দিলীপের মন্তব্যের পরই বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Subrata Roy) ও মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। গোটা ঘটনায় তৃণমূলের তরফে জানানো হয়েছে, পরিকল্পিতভাবে অশান্তি বাধিয়ে ভোট স্থগিত করার ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির।

দিলীপ ঘোষের ভোট স্থগিতের দাবি প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় সৌগত রায় বলেন, “প্রথমত, উনি আর রাজ্য বিজেপির সভাপতি পদে নেই। এনিয়ে ওঁর বিবৃতি দেওয়ার অধিকার নেই। দ্বিতীয়ত ওঁর দাবি অবাস্তব ও অসম্ভব। আর দুদিন পরে নির্বাচন। আজ ওঁর বিরুদ্ধ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে ভবানীপুরে। তার পাল্ট ওঁর দেহরক্ষী বিক্ষোভকারীদের দিকে রিভালবার তাক করেছিল। দিলীপবাবু ওখানে আশান্তি বাধাতে গিয়েছিলেন। কিছুটা সফলও হয়েছেন। এটাই ওঁরা প্রথম থেকে চেষ্টা করে চলেছেন যে গন্ডগোল করে ভোট স্থগিতের দাবি তুলবেন। এরকম দাবিতে কান দেওয়া উচিত নয়। দিলীপবাবুর এই দাবি প্রত্যাখান করা উচিত।’

আরও পড়ুন:ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন? অবশ্যই বাড়িতে রাখুন এই জিনিসটি

পাশাপাশি দিলীপের ভোট স্থগিতের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নির্বাচন মন্ডলী নির্বাচন করবেন। বিজেপি সবসময় ভোট বন্ধ করে মানুষকে বঞ্চিত করবে কেন? কেউ যদি গন্ডগোল করে থাকে তাহলে পুলিশ তা দেখবে। ভোট বন্ধ হবে কেন? মানুষের অপরাধ কোথায়? ওদের সেন্ট্রাল ফোর্স রয়েছে। তাহলে কি এবার আমেরিকা থেকে ফোর্স আনাতে হবে প্রচার করার জন্য?”

অন্যদিকে এই ইস্যুকে হাতিয়ার করেন ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভবানীপুরে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর দাবি তুলেছে রাজ্য বিজেপি। আজ নির্বাচন কমিশনে গিয়ে ওই দাবি করে বিজেপির প্রতিনিধি দল। এনিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত বলেন, ভবানীপুরের একটি রাস্তায় নয়, গোটা ভবানীপুর বিধানসভা অঞ্চলে ১৪৪ ধারা আমরা চাই। যতক্ষণ নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় ততক্ষণ ওই ধারা জারি থাকুক। আমরা জানি একটি রাস্তার উপরে পলিটিক্যাল কার্ফু লাগানো আছে। কিন্তু আমরা চাই গোটা ভবানীপুরেই ১৪৪ ধারা জারি করা হোক। পাশাপাশি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী ও প্রতি বুথে সিসিটিভি লাগানোর দাবি জানানো হয়েছে কমিশনের কাছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version