Wednesday, December 17, 2025

ত্রিপুরাতে করোনাবিধি শিকেয় তুলে দিব্যি সভা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Date:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

ত্রিপুরায় তৃণমূলকে ঠেকাতে করোনা পরিস্থিতিকে হাতিয়ার করেছে মুখ্যমন্ত্রী বিল্পব দেবের সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের ধুয়ো তুলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছিল। অথচ সেই ত্রিপুরাতে করোনাবিধি শিকেয় তুলে সভা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজেই।
এই বিষয়ে তৃণমূল ত্রিপুরা সোমবার একটি টুইট করেছে।সেই টুইটে বিপ্লব দেবের একটি ফেসবুক পোস্টের স্ক্রিন শট দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিপ্লব দেব তাঁর বিধানসভা কেন্দ্র বনমালীপুরের চন্দ্রপুরে এক সাংগঠনিক সভার আয়োজন করেছেন। যে সভায় যথেষ্ট ভিড়ও চোখে পড়ে।


এরপর সেই ছবিই পোস্ট করা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, একই রাজ্যে দুটি নিয়ম। যেখানে ১৪৪ ধারা লাগু করা রয়েছে সেখানেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের রাজনৈতিক কর্মসূচি রাখছেন। এছাড়াও বলা হয় তিনি রাজ্যের বিচার ব্যবস্থা নিয়েও বিরূপ মন্তব্য করেছেন। এটাই কী গণতন্ত্র ?

আরও পড়ুন – সংসদে বিজেপির বিরোধিতা জোরদার করবো, রাজ্যসভার সাংসদ হয়ে প্রতিক্রিয়া সুস্মিতার
ত্রিপুরায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ২২ সেপ্টেম্বর তৃণমূলের পদযাত্রা আটকাতে ১৯ তারিখ ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে ১৪৪ ধারার নির্দেশিকা জারি করা হয়। সেখানে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে পশ্চিম ত্রিপুরা জেলার কোথাও সভা-সমিতি বা জনসমাবেশ করা যাবে না। মূলত করোনা ঠেকাতেই এই নির্দেশিকা। আগামী দীপাবলি পর্যন্ত ওই নির্দেশিকা বহাল থাকবে বলে জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে।
অথচ এই ধারা জারি থাকার পরও কীভাবে বিপ্লব দেব নিজেই রাজনৈতিক কর্মসূচি করছেন তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল।

 

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version