Friday, August 22, 2025

নয়া চমক, দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে!

Date:

সিনেমাহলে নয়, দেব প্রযোজিত ও অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেতে চলেছে টেলিভিশনে। সিনেমাহলে যেমন পরপর শো থাকে তেমনভাবেই চ্যানেলে বারবারই সম্প্রচারিত হবে এই ছবি। এমনকি আগামিদিনে ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।

আরও পড়ুন-হাত ছাড়লেন লুইজিনহ, ‘স্ট্রিট ফাইটার’ মমতার ভূয়সী প্রশংসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

এই প্রথমবার কোনও বাংলা ছবি মুক্তি পাবে টেলিভিশনে। ১০ অক্টোবর জলসা মুভিজে দুপুর ২ টোয় সম্প্রচারিত হতে চলেছে ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’। এ প্রসঙ্গে প্রযোজক-অভিনেতা দেব জানান, “সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চাইলে ‘গোলন্দাজ’ দেখুন। বাড়িতে বসে দেখতে চাইলে ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ দেখুন। পুজোয় দেব এন্টারটেইনমেন্টসের তরফে দর্শকদের জন্য এটা আমাদের উপহার।” উল্লেখ্য, ১০ অক্টোবরই রিলিজ হবে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’।

ছোটদের কথা মাথায় রেখে রূপকথার আঙ্গিকেই এই সিনেমা তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছিলেন প্রযোজক দেব। সোমবার প্রকাশিত হল বোম্বাগড়ের জাতীয় সঙ্গীত। কবীর সুমনের লেখা ও সুর করা এই গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই সিনেমাতে হবুচন্দ্র রাজার ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে, রানি কুসুমকুমারীর ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, গুরুদেব বরুণ চন্দের মত অভিনেতারা।

আরও পড়ুন-পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজোমণ্ডপে, শোনা যাবে শহরের কুড়িটা বড় দুর্গাপুজোয়

লকডাউনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি শিশুরা। তাদের কথা ভেবেই পুজোয় এই উপহারের আয়োজন করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অভিনেতা থেকে শুরু করে প্রযোজক দেব স্বয়ং, এক সুরে সকলেই জানিয়েছেন যে, ছোট থেকে বড়, উৎসবের মরসুমে এই ছবিটা সবার জন্যই এক ঝলক তরতাজা হাওয়ার মত।

 

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version