Monday, November 3, 2025

হাত ছাড়লেন লুইজিনহ, ‘স্ট্রিট ফাইটার’ মমতার ভূয়সী প্রশংসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

হাত ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)। কংগ্রেস ত্যাগের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মঙ্গলবারই, তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুইজিনহ বলেন, ‘‘নরেন্দ্র মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ফর্মুলা পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে।’’ তাঁর মতে, ‘‘চার কংগ্রেসি দলের মধ্যে একমাত্র মমতাই মোদিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন”। নরেন্দ্র মোদি, অমিত শাহ পশ্চিমবঙ্গে পরপর সভা করেছেন। ইডি, সিবিআইকেও আসরে নামানো হয়। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছে ‘মমতা ফর্মুলা’। মমতাকে ‘স্ট্রিট ফাইটার’ বলে উল্লেখ করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরকম আদর্শে লড়াকু নেত্রীর আমাদের প্রয়োজন”। বিজেপি-র বিরুদ্ধে সব কংগ্রেসি দলগুলির একজোট হয়ে লড়াই করা উচিত বলে মন্তব্য করেন লুইজিনহ।

আরও পড়ুন-১৬ বছর পর জার্মানিতে পালাবদল, নির্বাচনে পরাজিত অ্যাঞ্জেলা মর্কেলের দল

এরপরই প্রশ্নে আসে তাহলে কবে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সূত্রের খবর, মঙ্গলবার বাংলায় এসেই তৃণমূলে যোগ দিতে পারেন লুইজিনহ। এটা হলে, তৃণমূলের ক্ষেত্রে একটা বড়সড় সাফল্য সে কথা বলাই যায়। এতে গোয়াতে দলের ভিত মজবুত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, “বৃহত্তর কংগ্রেস পরিবারের কংগ্রেসম্যান” হিসাবে থাকবেন তিনি। এক্ষেত্রে তিনি তৃণমুলকেই বুঝিয়েছেন বলে মত সবার। ২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ত্রিপুরার দায়িত্বে ছিলেন লুইজিনহ। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলকে ত্রিপুরা সাহায্য করতে পারেন বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version