Saturday, July 5, 2025

হাত ছাড়লেন লুইজিনহ, ‘স্ট্রিট ফাইটার’ মমতার ভূয়সী প্রশংসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

হাত ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)। কংগ্রেস ত্যাগের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মঙ্গলবারই, তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুইজিনহ বলেন, ‘‘নরেন্দ্র মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ফর্মুলা পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে।’’ তাঁর মতে, ‘‘চার কংগ্রেসি দলের মধ্যে একমাত্র মমতাই মোদিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন”। নরেন্দ্র মোদি, অমিত শাহ পশ্চিমবঙ্গে পরপর সভা করেছেন। ইডি, সিবিআইকেও আসরে নামানো হয়। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছে ‘মমতা ফর্মুলা’। মমতাকে ‘স্ট্রিট ফাইটার’ বলে উল্লেখ করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরকম আদর্শে লড়াকু নেত্রীর আমাদের প্রয়োজন”। বিজেপি-র বিরুদ্ধে সব কংগ্রেসি দলগুলির একজোট হয়ে লড়াই করা উচিত বলে মন্তব্য করেন লুইজিনহ।

আরও পড়ুন-১৬ বছর পর জার্মানিতে পালাবদল, নির্বাচনে পরাজিত অ্যাঞ্জেলা মর্কেলের দল

এরপরই প্রশ্নে আসে তাহলে কবে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সূত্রের খবর, মঙ্গলবার বাংলায় এসেই তৃণমূলে যোগ দিতে পারেন লুইজিনহ। এটা হলে, তৃণমূলের ক্ষেত্রে একটা বড়সড় সাফল্য সে কথা বলাই যায়। এতে গোয়াতে দলের ভিত মজবুত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, “বৃহত্তর কংগ্রেস পরিবারের কংগ্রেসম্যান” হিসাবে থাকবেন তিনি। এক্ষেত্রে তিনি তৃণমুলকেই বুঝিয়েছেন বলে মত সবার। ২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ত্রিপুরার দায়িত্বে ছিলেন লুইজিনহ। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলকে ত্রিপুরা সাহায্য করতে পারেন বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...
Exit mobile version