২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর সবচেয়ে যেদিকে নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে সবচেয়ে আগে ছিল নারী ক্ষমতায়ন। মহিলাদের স্বনির্ভর করা। মহিলা সুরক্ষা নিশ্চিত করা। তারই অঙ্গ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডে মহিলাদের অভিভাবক করা হোক, কিংবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাঁদের সুবিধা দান!

একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, রাজ্যের মহিলাদের “হাত খরচ” দেবেন। যেমন কথা তেমন কাজ। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের ২২ জেলাকে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। রাজ্যের ২২ জেলার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ২ কোটি ৪৮ লাখ টাকা। সবচেয়ে বেশি টাকা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা। আবেদনপত্র খুঁটিয়ে পরীক্ষার পরই টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর সেপ্টেম্বর থেকে যেহেতু টাকা দেওয়ার কথা তাই অক্টোবরে কেউ যদি টাকা পান তাহলে তিনি ২ মাসের টাকা একসঙ্গে পাবেন। নারী ও শিশু কল্যাণ দফতর থেকে ওই টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- মঙ্গলবার দুই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে পারে হাইকোর্ট
