হাত ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)। কংগ্রেস ত্যাগের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মঙ্গলবারই, তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুইজিনহ বলেন, ‘‘নরেন্দ্র মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ফর্মুলা পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে।’’ তাঁর মতে, ‘‘চার কংগ্রেসি দলের মধ্যে একমাত্র মমতাই মোদিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন”। নরেন্দ্র মোদি, অমিত শাহ পশ্চিমবঙ্গে পরপর সভা করেছেন। ইডি, সিবিআইকেও আসরে নামানো হয়। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছে ‘মমতা ফর্মুলা’। মমতাকে ‘স্ট্রিট ফাইটার’ বলে উল্লেখ করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরকম আদর্শে লড়াকু নেত্রীর আমাদের প্রয়োজন”। বিজেপি-র বিরুদ্ধে সব কংগ্রেসি দলগুলির একজোট হয়ে লড়াই করা উচিত বলে মন্তব্য করেন লুইজিনহ।

A message to my fellow Goans. Press Conference 27th Sep #Goa https://t.co/TC8UJbo4lh
— Luizinho Faleiro (@luizinhofaleiro) September 27, 2021
আরও পড়ুন-১৬ বছর পর জার্মানিতে পালাবদল, নির্বাচনে পরাজিত অ্যাঞ্জেলা মর্কেলের দল

এরপরই প্রশ্নে আসে তাহলে কবে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সূত্রের খবর, মঙ্গলবার বাংলায় এসেই তৃণমূলে যোগ দিতে পারেন লুইজিনহ। এটা হলে, তৃণমূলের ক্ষেত্রে একটা বড়সড় সাফল্য সে কথা বলাই যায়। এতে গোয়াতে দলের ভিত মজবুত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, “বৃহত্তর কংগ্রেস পরিবারের কংগ্রেসম্যান” হিসাবে থাকবেন তিনি। এক্ষেত্রে তিনি তৃণমুলকেই বুঝিয়েছেন বলে মত সবার। ২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ত্রিপুরার দায়িত্বে ছিলেন লুইজিনহ। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলকে ত্রিপুরা সাহায্য করতে পারেন বলে মত রাজনৈতিক মহলের।

I, Luizinho Faleiro, hereby tender my resignation of my seat in the house w.e.f. 27th Sep 2021.
I thank the people of #Navelim for placing their trust in me & look forward to their continued support in all future endeavors. #Goa #newbeginnings pic.twitter.com/wxSG4mWbVN— Luizinho Faleiro (@luizinhofaleiro) September 27, 2021