Thursday, August 28, 2025

দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়ায় প্রকাশিত তৃণমূলের লোগো-স্লোগান

Date:

একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) তৃণমূলের (TMC) বিরাট সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banerjee)। তাই ভোটের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে গোটা ভারতে দলের সংগঠন মজবুত করার দায়িত্ব তুলে দেন। আর নতুন এই দায়িত্ব পাওয়ার পরই  অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার বাংলার বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে ঝাঁপাবে তৃণমূল। তবে ভিন রাজ্যের শুধুমাত্র কয়েকজন বিধায়ক বা সাংসদ সংখ্যা বাড়াতে হবে না, ক্ষমতা দখলের জন্যই লড়াই করবে তৃণমূল।
যার প্রথম পদক্ষেপ পড়শি রাজ্য ত্রিপুরাতে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। নজর রয়েছে উত্তর-পূর্বের আরেক রাজ্য অসমেও। সেইসঙ্গে পশ্চিম উপকূলের দ্বীপরাজ্য গোয়াতেও (Goa) সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ঘাসফুল শিবিরের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brain) এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। ভোট কুশলী প্রশান্ত কিশোরের (PK) আইপ্যাকের (IPAC) প্রায় ২০০জন সদস্য অনেক আগে থেকেই গোয়ার মাটি চষে ফেলেছে। এবার গোয়ায় প্রকাশিত হল তৃণমূলের লোগো (Logo) এবং স্লোগান (Slogan)।
তৃণমূলের গোয়া টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, “গোয়ার মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেওয়া হবে। বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড।” এর সঙ্গে  ডেরেক ও’ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেছেন, ”তৃণমূলে কোনও হাইকমান্ড কালচার নেই। স্থানীয় স্বাধীনভাবে নেতারাই দলকে এগিয়ে নিয়ে যাবেন।”

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version