Sunday, August 24, 2025

পর্যটন শিল্পকে বাঁচাতে নভেম্বর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করছে অসম

Date:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

করোনার জন্য ব্যাপক ক্ষতির মুখে অসমের পর্যটন।সেই কারণে নভেম্বর মাস থেকেই কোভিড নিয়ে কড়াকড়ি তুলে দিতে চলেছে অসম সরকার। গত বছরের তুলনায় এখন করোনা পরিস্থিতি অনেকটাই উন্নত হওয়ার কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে।
অসমের পর্যটন শিল্পকে বাঁচাতে নানা বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইছে অসমের সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তারা চেষ্টা করছেন আগামী ১ নভেম্বর থেকে করোনার কারণে যে সব বিধিনিষেধ জারি করা হয়েছে তা তুলে নিতে। এর ফলে অসমের পর্যটনক্ষেত্রও উপকৃত হবে।
বিশ্ব পর্যটন দিবসে একটি অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী জানান, গত বছর থেকে করোনার কারণে ট্যুর অপারেটর এবং গাইডরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের কিছুটা সুবিধা দেওয়ার জন্য ১৪২জন ট্যুর অপারেটরকে ২ লাখ টাকা করে এবং ৬০৫ জন গাইডকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা শুধুমাত্র ১ নভেম্বর থেকে কোভিডের কারণে যেসব নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করে নিতে চাইছি না। দ্রুত আরও বেশি মানুষ যাতে করোনার টিকা পান সেই চেষ্টাও করছি।’ চা ছাড়া এই পর্যটন শিল্প থেকেও একটি মোটা আয় হয় অসমের। তাই এবার পর্যটনক্ষেত্রকে আরও উন্নত করতে চাইছে অসম সরকার।

আরও পড়ুন – ত্রিপুরা: তৃণমূলে যোগ চারশোরও বেশি নেতাকর্মীর, আম্বাসাতে খুলল নয়া দলীয় অফিস

অসমে পর্যটকরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কামাখ্যা সহ কিছু পরিচিত জায়গাতেই আসেন। কিন্তু এই রাজ্যে অনেক জায়গা আছে যেখানে পর্যটকরা যেতে ততটা আগ্রহী নন। এবার এই সব স্বল্প-পরিচিত জায়গাগুলিকেও তুলে ধরতে চাইছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। ডিমা হাসাও, কার্বি আলং, বোড়োল্যান্ড এলাকা সহ আরও কিছু এলাকাকে তুলে ধরার জন্যও ট্যুর অপারেটরদের কাছে আবেদন জানান তিনি। তিনি বলেন, ‘এই রাজ্যের যে প্রথাগত খাবার, হস্তশিল্প, আদিবাসী সংস্কৃতি এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলোকে এবার তুলে ধরতে হবে।’

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version