Wednesday, August 27, 2025

সব ঠিকঠাক থাকলে এবার সৌর ঝড় দেখতে পাবেন মঙ্গলবার বা বুধবারের মধ্যে ।মহাকাশে ধেয়ে আসছে সৌর ঝড়। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
উত্তর গোলার্ধে সুমেরুর রাতের আকাশে যে অরোরা বোরিয়ালিস দেখা যায়, সেইরকমই রাতের আকাশে এবার দেখা যেতে পারে সৌর ঝড়। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই সৌর ঝড় দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আমেরিকা ন্যাশনাল এন্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন ও ব্রিটিশ মেটারোলজিক্যাল অফিস যৌথভাবে এই সৌর ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে।
কী বলছেন বিজ্ঞানীরা? তাদের দাবি, সূর্যের মধ্যে একটি ছিদ্র তৈরি হওয়ায় সেখান থেকেই সৌর বিকিরণ ছড়িয়ে পড়বে মহাকাশে। সূর্য যেহেতু এই সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র তাই সেই সৌর বিকিরণ পৃথিবীর আকাশে দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন – ৫০০ বছর ধরে একইভাবে হচ্ছে গোঘাটের ঘণ্টেশ্বরীবাড়ির পুজো
নিশ্চয়ই ভাবছেন এর প্রভাবে কী হতে পারে? সৌর ঝড়ের ফলে পৃথিবীতে পাওয়ার গ্রিডের ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও স্যাটেলাইট অরিয়েন্টেশন রেডিও ফ্রিকোয়েন্সির মতো বিষয়গুলি এই ঘটনায় প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সৌর ঝড়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বড়োসড়ো প্রভাব পড়বে বলে বিজ্ঞানীদের দাবি। যার কারণ হিসেবে তারা বলেছেন সূর্যের ভেতরে তৈরী হওয়া ছিদ্রগুলো থেকে সৌর বিকিরণ বের হয়। এগুলি হল সূর্যের বায়ুমণ্ডলের শীতল অঞ্চল। এখান থেকে উচ্চ গতিতে সূর্যের ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ বেরিয়ে আসে। এবং সেই  বিকিরণ যদি পৃথিবীর অভিমুখে হয় তাহলে বিপদের আশঙ্কা থাকে। কারণ সেক্ষেত্রে সেই সৌর বিকিরণ গুলি সৌর ঝড় রূপে সরাসরি পৃথিবীর দিকে ছুটে আসে। আমাদের শক্তি ক্ষেত্রে বিপর্যয় তৈরি করতে পারে। পাশাপাশি পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারেও বড়সড প্রভাব ফেলে।

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version