Monday, August 25, 2025

বৃষ্টি বিধ্বস্ত কলকাতায় বিপর্যয় এড়াতে সব রকম ভাবে প্রস্তুত কলকাতা পুলিশও

Date:

মঙ্গল ও বুধবার (Heavy rainfall in Kolkata & South Bengal) কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office) জানিয়ে দিয়েছে গভীর নিম্নচাপের জেরে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার রাত থেকে মহানগরজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । বৃষ্টি চলবে বুধবার সারা দিন । আর এতেই অসম্ভব সতর্ক প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বৃষ্টি বিধ্বস্ত কলকাতাকে বিপর্যয় থেকে রক্ষা করতে সব রকম ভাবে প্রস্তুত কলকাতা পুলিশও (Kolkata police) । কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে বৃষ্টির জন্য বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। শহরের যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২ টি দলকে পুরোপুরি তৈরি রাখছে কলকাতা পুলিশ। এর মধ্যে ভবানীপুর থানায় প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২ টি দল। কালীঘাট থানাতেও থাকছে ২ টি দল। আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, নিউমার্কেট, পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল প্রস্তুত রাখা হচ্ছে। এই সবকটি থানা এলাকাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এছাড়া বডি গার্ড লাইনেও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে প্রস্তুত রাখা হচ্ছে।

পাশাপাশি, কলকাতার ৯ টি ডিভিশনে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল প্রস্তুত রাখা হচ্ছে। দক্ষিণকলকাতা শাখার জন্য বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুলে। এছাড়া আরও তিনটি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে ‘স্ট্যান্ড বাই’ হিসেবে রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলার জন্য ওই দলগুলিকে ব্যবহার করা হবে। প্রবল ঝড় বৃষ্টি হলে যে যে দিক থেকে বিপর্যয় আসতে পারে সেই সব দিক ভাবনা-চিন্তা করে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিপর্যয় মোকাবিলা দলগুলিকে বড় বড় গাছকাটার যন্ত্র, দড়ি, হাতুড়ি, রেন জ্যাকেট, ছাতা, গামবুট-সহ সব রকম ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রয়োজনে প্রত্যেক থানা ও ট্র্যাফিক গার্ডেও এইপ্রয়োজনীয় সরঞ্জামগুলি মজুত রাখতে বলা হয়েছে। বৃষ্টি হলেই কলকাতায় পুরনো বাড়িগুলি একটি সমস্যা তৈরি করে তাই থানাগুলিকে বলা হয়েছে, তাদের এলাকায় যে বাড়িগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, এমন বাড়ির তালিকা তৈরি করে রাখতে। সেখানে থাকা মানুষদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে বলা হয়েছে

 

 

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...
Exit mobile version