Thursday, August 21, 2025

MBBS-এর স্নাতকোত্তরের সর্বভারতীয় প্রবেশিকার দু’টি পরীক্ষায় প্রথম বাঙালি চিকিৎসক অমর্ত্য সেনগুপ্ত

Date:

এমবিবিএস চিকিৎসকদের স্নাতকোত্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার দু’টি ক্ষেত্রেই শীর্ষে বাংলা। ‘ইনস্টিটিউট অব ন্যাশনাল ইম্পর্ট্যান্স-কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট’ (INI) পরীক্ষাতে প্রথম হয়েছেন হুগলির ব্যান্ডেলের বাসিন্দা, চিকিৎসক অমর্ত্য সেনগুপ্ত। নিট-পিজি দুটি পরীক্ষাতেই দেশের সেরা তিনি। নিট-পিজিতে ৮০০ নম্বরের মধ্যে ৭১৪ পেয়ে ভারতে শীর্ষস্থান দখল করে ইতিহাস গড়েছেন অমর্ত্য সেনগুপ্ত।

এমবিবিএস পাশ করার পরে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য ওই দুটি পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের। দিল্লির এইমস, পন্ডিচেরির জিপমার মেডিক্যাল কলেজ এবং পিজিআই চন্ডিগড়ে ভর্তির জন্য আইএনআই প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক। আবার অন্য কলেজে ভর্তির জন্য রয়েছে ‘নিট-পিজি’ প্রবেশিকা পরীক্ষা। এই দুটি পরীক্ষাতেই বসেছিলেন ব্যান্ডেল ডন বস্কো স্কুলের এই প্রাক্তনী। আর দুটি পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেন তিনি।

আরও পড়ুন: সঙ্গী চিন, পাকিস্তানের মাটিতে অভিযানে নামতে চলেছে ভারতীয় সেনা

এবার ওই পরীক্ষায় বসেছিলেন প্রায় এক লক্ষ ৭৫ হাজার ডাক্তার। মঙ্গলবার তার ফল প্রকাশ হয়। তাঁদের মধ্যে সার্জারিতে প্রথম স্থানাধিকারী অমর্ত্য এমএস করতে যোগ দিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। বস্তুত বাঙালিদের মধ্যে এই সাফল্যের প্রথম দাবিদার তিনিই।

অমর্ত্যর বাড়ি ব্যান্ডেলের কোদালিয়ায়। বাবা আইনজীবী, মা গৃহবধূ। জেঠু চিকিৎসক। তাঁর মায়ের জন্যই ডাক্তার হওয়া। যোগাযোগ করা হলে অমর্ত্য জানান, ‘‘কোভিড পরিস্থিতিতে চাপ ছিল। তার মধ্যেই যখন যেমন সময় পেতাম, পরীক্ষার প্রস্তুতি নিতাম। কোনও সময় বাঁধাধরা ছিল না। এইমস-এ সুযোগ পাওয়ার পরেও ভাবলাম, আবেদন যখন করেছি তখন ‘নিট-পিজি’ পরীক্ষাটাও দিই।’’

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version