Thursday, August 21, 2025

ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ বিজেপির, ‘মানুষের মন দখল করেছি’, পাল্টা ফিরহাদ

Date:

হাইভোল্টেজ ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। নিরাপত্তার দিকে নজর রেখে এই কেন্দ্রে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে তা অমান্য করে শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ আনল বিজেপি। পাল্টা বিজেপি(BJP) তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে আমরা মানুষের মন দখল করেছি। হার নিশ্চিত বুঝে অকারণ অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ভবানীপুর কেন্দ্রে বিজেপির ভোট পর্যবেক্ষক অর্জুন সিং অভিযোগ তোলেন, “কিছু কিছু জায়গায় বুথ জ্যাম করা হচ্ছে কোথাও আবার এজেন্ট বসতে দেওয়া হয়নি আমাদের। কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে কিছুটা সুরাহাও হয়েছে।” পাশাপাশি তারা অভিযোগ, “পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। ১৪৪ ধারা জারি থাকলেও কোন জায়গাতেই তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। কমিশনকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

আরও পড়ুন:ভবানীপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন নবতিপর বৃদ্ধা

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, “নির্বাচন শুরু হওয়ার পর বেশ কিছু জায়গায় মেশিন খারাপ হয়ে যায়। কমিশনের লোকজন এসে তা ঠিক করে। এইজন্য ভোটারদের লাইন পড়ে যায়। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। লাইন পড়েছে, মানুষ আস্তে আস্তে ভোট দিচ্ছে। সেন্ট্রাল ফোর্স আছে, মাইক্রো অবজারভার আছে, সিসিটিভি আছে, বুথ জ্যাম হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা বুথ দখল করতে যাব কেন মানুষের মনটাই দখল করে নিয়েছি। ওরা জানে হেরে যাবে তাই এইসব বড় বড় কথা বলছে।”

অন্যদিকে, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সমস্ত দোকানপাট খোলা বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এই নিয়েই পুলিশকে সরাসরি প্রশ্ন করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তারপর রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version