অবসর নিলেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের সদস‍্য রূপিন্দর পাল সিং

অবসর নিলেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের খেলোয়াড় রূপিন্দর পাল সিং( Rupindar pal Singh)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া নিজেই জানালেন তাঁর অবসরের কথা।

এদিন রূপিন্দর লিখেছেন, “ভারতীয় হকি থেকে আজ অবসরের সিদ্ধান্ত নিলাম। গত দুটো মাস আমার জীবনের সব থেকে সেরা সময় ছিল। যে সতীর্থদের সঙ্গে জীবনের অসাধারণ কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি, তাদের সঙ্গে টোকিওর পোডিয়ামে দাঁড়ানোর অভিজ্ঞতা জীবনে কোনও দিন ভুলব না। আমার মনে হয় তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময়। গত ১৩ বছরে যে আনন্দ এই দলের সঙ্গে থেকে উপভোগ করেছি, সেটার স্বাদ এ বার ওরাও পাক।”

টোকিও অলিম্পিক্সে তিনটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন রূপিন্দর। যার মধ্যে রয়েছে তৃতীয় স্থানের ম্যাচে জার্মানির বিরুদ্ধে পেনাল্টি কর্নারেও একটি গোলও।

আরও পড়ুন:বিরাটের অধিনায়কত্ব নিয়ে বোর্ডের কাছে অভিযোগ দুই তারকা ব‍্যাটারের: সূত্র

 

Previous articleউৎসবের মেজাজে লা মার্টিনিয়ার স্কুল ভোট দিলেন ইসকনের সন্ন্যাসীরা
Next articleপ্রবল বৃষ্টিতে বাঁকুড়ার শিলাবতী ও গন্ধেশ্বরী নদীর জল উপচে  প্লাবিত বহু এলাকা