Monday, November 10, 2025

এবার অসম, সুস্মিতার হাত ধরে বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ ১৫০-র বেশি নেতা-কর্মীর

Date:

ত্রিপুরা, গোয়ার পর এবার অসমেও(Assam) তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইলো। শুক্রবার শিলচর কাছাড় ক্লাবে ১৫০ জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে(TMC)। সাংসদ সুস্মিতা দেবের(Sushmita Dev) হাত থেকে তাঁরা দলীয় পতাকা গ্রহন করেন।

এর মধ্যে বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি অনাদি ভট্টাচার্যও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি বিজেপির সোশ্যাল মিডিয়া দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি ছাড়াও তাঁর সঙ্গে আরও ৩৬ জন বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বাকিরা এসেছেন কংগ্রেস থেকে। শুধু যে নিজেরা এসেছেন তা নয়। তাঁদের পরিবারের সদস্যরাও এদিন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন:রাজ্যের মুকুটে নয়া পালক: মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশে শীর্ষে বাংলা, জানালেন অমিত

শিলচর থেকে সাংসদ সুস্মিতা দেব জানালেন, বর্তমানে অসমে বিরোধী বলে কিছু নেই। শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর তাঁদের নেতাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ বিজেপির অপশাসনে অসমের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। আমজনতা বিকল্প চাইছে। কংগ্রেসের ওপর অসমবাসির কোনও আস্থা নেই। হিমন্ত বিশ্বশর্মা এখানে যা খুশি তাই করছেন। তাঁর মুখের ওপর কথা বলার মতো এখানে কেউ নেই৷ একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই পারে অসমে বিজেপিকে হারাতে।

সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই অসম জুড়ে আলোড়ন পরে গিয়েছিল। ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ঝাঁঝালো আন্দোলন মন ছুঁয়েছে পুরো উত্তর-পূর্বের মানুষেেরই। এরপর গোয়ার দুবারের মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও সহ একঝাঁক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় গোটা দেশই এখন চর্চায় রয়েছে দল। এবার অসমেও শুরু হল তৃণমূল কংগ্রেসে যোগপর্ব।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version