সম্প্রতি সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে ছিল ধুঁকতে থাকা সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা গোষ্ঠী(Tata)। তবে এই তথ্য সম্পূর্ণরূপে ভুল বলে শুক্রবার বিবৃতি দিল সরকার(government)। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থা DIPM এর তরফে একটি টুইট করা হয়েছে।

সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া রিপোর্টকে ভুল বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থার তরফে টুইট করে শুক্রবার জানানো হয়, “একাধিক সংবাদ মাধ্যমে তরফে এদিন জানানো হয়েছে সরকার এয়ার ইন্ডিয়ার ডিসনিভেস্টমেন্টের ক্ষেত্রে আর্থিক দরপত্র অনুমোদন করেছে। তবে এই রিপোর্ট সম্পূর্ণরূপে ভুল। সরকারের তরফে এ প্রসঙ্গে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা অবশ্যই সংবাদমাধ্যমকে জানানো হবে।”

Media reports indicating approval of financial bids by Government of India in the AI disinvestment case are incorrect. Media will be informed of the Government decision as and when it is taken. pic.twitter.com/PVMgJdDixS
— Secretary, DIPAM (@SecyDIPAM) October 1, 2021
উল্লেখ্য, শুক্রবার একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল স্পাইসজেটকে টক্কর দিয়ে এয়ার ইন্ডিয়া কেনার বিষয়ে দরপত্র হাঁকিয়েছে টাটা গোষ্ঠী। এবং কেন্দ্রীয় সরকার টাটাকেই বিক্রি করতে চলেছে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত এই রিপোর্ট কি ভুল বলে দাবী করল সরকার।
