টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সমস্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পরিদর্শনের আগেই ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। না জানিয়েই রাতে জল ছাড়ছে ডিভিসি। জল ছাড়ার আগে রাজ্যকে একবারও জানানো হয়নি বলে অভিযোগও করেছেন তিনি।
পুজোর আগে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার বক্তব্য, “জল ছাড়ার অনেক আগেই ডিভিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সেই চিঠি আমার কাছেও আছে। আমরা আগে থেকেই জানতাম এই ধরনের বক্তব্য আসবে। ডিভিসি তো জানিয়েছিল, যাতে লোক সরানোর যা পদক্ষেপ তা করা হয়।