Sunday, August 24, 2025

বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি(flood situation) তৈরি হওয়ার পাশাপাশি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বহু গ্রাম। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পূর্ব, আসানসোল হুগলি, হাওড়ার কিছু জায়গার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতির জন্য সরাসরি জলাধার কর্তৃপক্ষ গুলিকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মমতা জানালেন, “না জানিয়ে ব্যারাজ থেকে জল ছাড়া পাপ। এটা অপরাধ।”

ডিভিসি কর্তৃপক্ষের এহেন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কত বার বলেছি না বলে জল ছাড়বেন না। বলতে বলতে হতাশ হয়ে যাচ্ছি। না জানিয়ে রাত ৩টের সময় যদি জল ছেড়ে দেয়, তা হলে তো মানুষ ঘুমন্ত অবস্থাতেই ভেসে যাবে। এটা পাপ। এটা অপরাধ। আগে থেকে জানলে তো আমরা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে পারি।” এর পাশাপাশি তিনি আরো বলেন, ‘‘জল ছেড়ে কেন বন্যা ঘটাবে? ঝাড়খণ্ডের বোঝা আমরা কেন নেব? এটা ম্যান মেড বন্যা’’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে এই ঘটনায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:গত বছরের মতো এবারেও দর্শকশূন্য পুজো মণ্ডপ, বড় সিদ্ধান্ত হাইকোর্টের

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য প্রশাসন। সংশ্লিষ্ট জেলার প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে। জেলার সমস্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, সবরকম ভাবে পাশে দাঁড়ানোর। খাবার, জল, বিশেষ করে বেবি ফুড দিতে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। একাধিক মন্ত্রীকে দয়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া- পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। বর্ধমান পূর্ব সামলাবেন স্বপন দেবনাথ ও অরুপ বিশ্বাস৷ আসানসোল দেখতে বলা হয়েছে মলয় ঘটককে। হুগলির দায়িত্বে মন্ত্রী ফিরহাদ হাকিম, বেচারাম মান্না। সঙ্গে থাকবেন দিলীপ যাদব। হাওড়া সামলাবেন পুলক রায়। সকলকে অবিলম্বে ক্ষতিগ্রস্থ এলাকায় যেতে বলা হয়েছে। আগামী শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে আকাশপথে বন্যাকবলিত জেলাগুলোর অবস্থা খতিয়ে দেখবেন।

এর পাশাপাশি রাজ্যবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে তার আবেদন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দান করার জন্য। এ প্রসঙ্গে মোদিকে তোপ দেগে তিনি বলেন, এটা পিএম কেয়ার ফান্ডের মতো নয়। এটা সরকারি ফান্ড। এখানে জমা পড়া অর্থ এই ধরনের বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয়ে সরকার খরচ করে থাকে। তাই মুক্ত হস্তে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দান করুন।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version