Wednesday, May 7, 2025

গোয়ার পর মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীও কি এবার তৃণমূলে? জল্পনা তুঙ্গে

Date:

গোয়ার পর এবার উত্তর-পূর্ব ভারতের মেঘালয়েও শক্তিবৃদ্ধির কাজ শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। সূত্রের খবর এবার উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসের বড়সড় ভাঙন ধরিয়ে এরাজ্যের শাসকদলে যোগ দিতে পারেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।

আরও পড়ুন:বিজেপির জয়ের মুখে মমতার জয়গান! দিলীপ বললেন, পার্টিতে জয়-বিজয় গুরুত্বহীন
সূত্রের খবর সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই শুরু হয়েছে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। মুকুল সাংমা মেঘালয়ের রাজনীতিতে বড় নাম। এই মুহূর্তে মেঘালয় কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন সাংমা। ২০১৮ নির্বাচনে মেঘালয়ে কংগ্রেসের পরাজয়ের পর তিনি সেরাজ্যের বিরোধী দলনেতা হিসাবে কাজ করছেন। তবে, ইদানিং দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রভাবশালী এই কংগ্রেস নেতার।সদ্যই তাঁকে সরিয়ে সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও দৃঢ় হয়ে উঠেছে। যদিও তৃণমূলে যোগ দেওয়ার কথা স্পষ্টভাবে কিছুই জানাননি সাংমা। উল্টে তিনি জানান তৃণমূলের কোনও নেতার সঙ্গেই দেখা করেননি। তবে আজ তৃণমূলে সাংমা যোগ দিলে তাঁকে অনুসরণ করে আরও ১৩ জন বিধায়ক নাম লেখাবেন তৃণমূল কংগ্রেসে। তাতেই বড়সড় ধাক্কার মুখে পড়বে কংগ্রেস।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version