Monday, November 3, 2025

জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

পুজোর মুখে একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। এবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।  পুজোর সময় বাণিজ্যিক সিলিন্ডারের চাহিদা স্বভাবতই বেশি থাকে। কিন্তু অস্বাভাবিক হারে সিলিন্ডারের দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

পুজোর সময় রেস্তোরাঁর ও হোটেলগুলিতে খাবারের চাহিদা অনান্য সময়ের তুলনায় বেশি থাকে। তাই পুজোর আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, ৫ কেজি সিলিন্ডারেরও দাম বেড়েছে। এখন থেকে ৫ কেজির এফটিএল সিলিন্ডারের নতুন কানেকশন নিতে গেলে খরচ হবে ১৪৪৬.৫০টাকা।  রিফিল সিলিন্ডারের জন্য ৫০২ টাকা ৫০ পয়সা খরচ পড়বে। জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে খাবারের দামও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিমারী পর্বে পুজোর আগে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

আরও পড়ুনঃ তা তা থৈ থৈ-এর পরে এবার পিয়ানোয় টুংটাং শোভন-বৈশাখীর:

গত মাসেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। তা দিতেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...
Exit mobile version