Saturday, August 23, 2025

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

বিধানসভার ছটি কেন্দ্রের উপ-নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। চলতি বছরের শেষ দিকে এই নির্বাচন হতে পারে। অসমের কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা জানিয়েছেন, নিজের একার শক্তিতেই লড়াই করবেন তাঁরা। নির্বাচনের সময়ে তাদের জোটসঙ্গীদের আসন ছাড়লেও এবার নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। সেইজন্যই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অসমের কংগ্রেস সভাপতি।
এই বিষয়ে অসম কংগ্রেসের সভাপতি বলেন, ‘আমরা এখানে Bodoland Territorial Region সহ নানা জায়গায় জোট করেছিলাম। কিন্তু আমরা সেখানে নিজেরা লড়াই না করায় দলের অনেক কর্মী মনোবল হারিয়েছেন। সেখানে আমাদের দল দুর্বল হয়েছে পড়ছে। আমাদের লক্ষ্য সেই সব এলাকাতে নিজেদের সংগঠন শক্তিশালী করে তোলা।’

ভুপেন বরা জানান, ২০২৪ সালের লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এখন থেকেই, রাজ্যের সব জায়গায়, একেবারে নিচুস্তরে সংগঠনকে শক্তিশালী করতে চাইছেন তাঁরা।
২০০১ সাল থেকে একটানা ১৫ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। সেই সময় AIUDF, BPF, CPI(M), CPI, CPI(ML), AGM, RJD, Adivasi National Party এবং Jimochayan (Deori) Peoples Party-র মত দলের সঙ্গে ‘মহাজোট’ করেছিল কংগ্রেস। কিন্তু গত মাসেই AIUDF এবং Bodoland People’s Front-র জোট ভেঙে দেওয়ার কথা জানায় কংগ্রেস।

আরও পড়ুন- না জানিয়ে জল ছাড়া পাপ অপরাধ: ‘ম্যানমেড বন্যা’ তোপ মমতার

এই বিষয়ে CPI(M) জানিয়েছে যে, তাঁরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে পারে কিন্তু কোনওমতেই জোট করবে না।এই বিষয়ে ভূপেন বরা আরও বলেন, ‘ আমরা অখিল গগৈ-র রাজোয়ার দল এবং অসম জাতীয় পরিষদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু রাজোয়ার দল ইতিমধ্যেই একটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।’

অসম বিধানসভায় মোট ১২৬ টি আসন আছে। দুজন বিধায়ক মারা যাওয়ায়, তিনজন পদত্যাগ করায় এবং Sarbananda Sonowal কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রাজ্যসভায় চলে যাওয়ার কারণে এই মুহূর্তে বিধানসভার ছটি আসন ফাঁকা আছে। এখন বিধানসভায় BJP-র আছে ৫৯টি আসন। তাদের সহযোগী AGP-র ৯ জন এবং UPPL-র পাঁচজন বিধায়ক আছে। কংগ্রেসের আছে ২৭ জন বিধায়ক। এছাড়াও BPF-র ৩জন এবং CPI(M)-র একজন বিধায়ক আছে। এই সঙ্গেই আছে শিবসাগর কেন্দ্রের নির্দল বিধায়ক অখিল গগৈ।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version