Monday, November 24, 2025

নিম্নচাপের ভ্রুকুটি কমলেও রাজ্যজুড়ে বানভাসি পরিস্থিতি, কপালে ভাঁজ প্রশাসনের

Date:

Share post:

বৃষ্টি কমলেও বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। টানা দু’দিন প্রবল বৃষ্টির জেরে ব্যারাজগুলিতে জল বেড়েছে। নদীগুলিতে জলস্তরও বেড়েছে। কোথাও আবার নদীর জল গ্রামের পর গ্রাম প্লাবিত করেছে। ফলে বৃষ্টির পর নতুন করে আতঙ্ক ধরাচ্ছে ব্যারাজ থেকে ছাড়া জল। আর তাতেই বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়।

আরও পড়ুন:‘ম্যান মেড’ বন্যার তত্ত্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এই মুহূর্তে ঝাড়খণ্ড ও বিহারের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। শুক্রবার সেটি শক্তি হারিয়ে ফের ঘূর্ণাবর্তে পরিণত হবে। কিন্তু সেটি গতিপথ বদলে গিয়েছে বর্তমানে।  শনি ও রবিবারও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। তবে রবিবার বিকেল থেকে অনেকটাই কমবে বৃষ্টির দাপট। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় ব্যারেজগুলিতে জল ছাড়া শুরু হয়েছে। ফলে নতুন করে বানভাসি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাতেই চিন্তায় পড়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকতে বলেছে নবান্ন। পুজোর আগেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জলমগ্ন ওয়ার্ডে গিয়ে দুর্গতদের ত্রাণ দেওয়া হচ্ছে। খাবার, প্রয়োজনীয় ওষুধ, জল পৌঁছে দিচ্ছেন তাঁরা। যদিও এখনও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। জনজীবন পুরোপুরি  বিপর্যস্ত।

প্রসঙ্গত গতকালই মৌসম ভবন তরফে জানানো হয়েছে পুজোর আগেই বিদায় নেবে বর্ষা। এখনও কোনও কোনও রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। তবে তাও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কমে যাবে এবং এই নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।

advt 19

spot_img

Related articles

কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিজের অভিনীত শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চিরবিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র...

‘ভুল’ পথে মিছিল: সপ্তাহের প্রথমদিনে শহরের বুকে অশান্তি তৈরির চেষ্টা চাকরিপ্রার্থীদের

সপ্তাহের প্রথম দিন শহরে অরাজকতা তৈরির চেষ্টা শিক্ষক চাকরিপ্রার্থীদের। যে সময়ে রাজ্যের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত মন্ত্রিসভার, গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে (North Bengal) মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা...

কসবার হোটেলে রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, মৃতের পাকস্থলীতে কী? জানাল লালবাজার

কসবার হোটেলে (Kasba Hotel) খুনের (Murder) ঘটনায় তদন্তে নয়া মোড়। মৃত আদর্শ লোসাল্কার পাকস্থলীতে মিলেছে অ্যালকোহল (Alcohol)। সোমবাপ...