Tuesday, November 11, 2025

তল্লাশির নামে নিরীহ আফগানবাসীর বাড়িতে ঢুকে লুঠপাট চালানো যাবেনা, সেনাদের হুঁশিয়ারি তালিবান প্রধানমন্ত্রীর

Date:

যখন-তখন আফগানবাসীদের (Afghanistsm) ঘরে ঢুকে তল্লাশির নামে লুঠপাট (Dacoits) চালানো যাবেনা । আফগানিস্তানের নবগঠিত (new Government of Taliban) তালিবানদের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ এই নির্দেশ জারি করেছেন। কারণ মাত্র মাস দেড়েক হয়েছে নতুন তালিবান সরকারের । কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে । সকলেরই অভিযোগ তালিব সৈন্যরা বিনা কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ আফগানবাসীর বাড়িতে ঢুকে তল্লাশির নামে লুঠপাট, অত্যাচার চালাচ্ছে। বাড়ি ভাঙচুর করছে। ভুরি ভুরি অভিযোগে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ জারি করেছেন।

তালিবান সরকারের মুখপাত্র এই তথ্য স্বীকার করে নিয়ে জানিয়েছেন তালিব যোদ্ধাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ার পড়ছে।  তাই এ বার থেকে তল্লাশি অভিযানের নামে তালিবান সৈন্যরা যে কোনও কারোর বাড়িতে যেমন প্রবেশ করতে পারবে না. তেমনই ইচ্ছে মতো গৃহস্থের বাড়ি থেকে প্রয়োজনীয় সামগ্রী লুঠ করেও আনতে পারবে না। নানা দিক থেকে , নানা মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহারের এই ধরনের

প্রচুর অভিযোগ পেয়েই দায়িত্ব নেওয়ার পর এই ধরনের ফতেয়া জারি করতে বাধ্য হলেন নতুন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি প্রান্ত থেকে তালিবানি যোদ্ধাদের বিরুদ্ধে বাড়ি তল্লাশি, গাড়ি দখল, এমনকি বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ আসছে। স্থানীয় আফগান বাসিন্দাদের দাবি, ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নাম করে এই লুঠপাট চালাচ্ছে তালিবানি যোদ্ধারা।

 

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version