Wednesday, May 7, 2025

“কতটা জল ছাড়া যাবে দেখে গিয়েছিল কেন্দ্রীয় দল, তারপরও…” DVCকে তোপ অপরূপার

Date:

ডিভিসির(DVC) ছাড়া জলে ভেসে গিয়েছে রাজ্যে একাধিক জেলা। এই ঘটনার জেরে গতকালই রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মমতার সুরেই শনিবার কেন্দ্রকে তোপ দাগলেন অপরূপা পোদ্দার। তার অভিযোগ, সপ্তাহখানেক আগে গোটা পরিস্থিতি ঘুরে দেখেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার পরেও এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ সফরের পূর্বে সকালে আরামবাগের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন অপরূপা পোদ্দার। সেখানেই ডিভিসির জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, “সপ্তাহখানেক আগে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে দেখে যায় কতটা জল ছাড়লে ভাসবে এলাকা।” গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটানো হলো সে প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন:ভারতকে না জানিয়েই তালিবানদের সঙ্গে চুক্তি করে আমেরিকা, বিস্ফোরক দাবি জয়শঙ্করের

অন্যদিকে, শনিবার হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর ডিভিসির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত দুদিনে সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এত জল যে ছাড়া হবে তা রাজ্য সরকারকে জানানো হয়নি। এটা অপরাধ। বিষয়টি নিয়ে যা চিঠি লেখার আমরা লিখব। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন, যেটা হয়েছে এটা ম্যান মেড বন্যা। রাজ্য আটটি জেলা প্লাবিত হয়েছে। বাঁধ গুলির ড্রেজিং করলে এই সমস্যা হতো না। বাঁধ সংস্কার করুক ঝাড়খণ্ড সরকার, প্রয়োজনে আলোচনা ও প্ল্যানিং করুক। পাশাপাশি অবিলম্বে কেন্দ্রকে মাস্টার প্ল্যান তৈরির বার্তাও দেন মমতা।

 

Related articles

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...
Exit mobile version