Wednesday, August 20, 2025

ভ্যাকসিন দেওয়ার পরেই খোলা হবে স্কুল-কলেজ, সাফ জানালেন শিক্ষামন্ত্রী

Date:

পড়ুয়াদের ভ্যাকসিন দিয়েই খোলা হবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। শুক্রবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার যে হারে কোভিড ভ্যাকসিন পাঠাবে সেভাবেই ছাত্র-ছাত্রীদের তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: “কতটা জল ছাড়া যাবে দেখে গিয়েছিল কেন্দ্রীয় দল, তারপরও…” DVCকে তোপ অপরূপার

পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি আন্দোলনে নেমেছে। গত বুধবার নবান্ন অভিযানের পরে আগামী সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘ওদের জেনে রাখা প্রয়োজন, করোনার কারণে কেরলের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। কেরল সরকারের শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনা পরিস্থিতি সম্পূর্ণ পর্যালোচনা করে তার পরে ক্যাম্পাস খোলার কথা ভাবা হবে। এই সরকারি সিদ্ধান্তকে কেরলের ডান ও বাম সব ছাত্র সংগঠনই স্বাগত জানিয়েছে।’’

এদিন শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ব্রাত্য বসু আরও বলেন,”এর পরেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ুয়ার টিকা নেওয়া বাকি থাকলে অবশ্যই আমরা তাঁদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। স্কুলের পড়ুয়াদেরও ভ্যাকসিন দেওয়া হবে।’’

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version