Thursday, November 13, 2025

দেশে আমলা-পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই, বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের

Date:

দেশে আমলা-পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই। বিস্ফোরক মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ছত্তিশগড় পুলিশের সাসপেন্ড হওয়া এডিজি গুরজিন্দর পাল সিংয়ের দায়ের করা মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি এনভি রামান্না বলেন, এদেশে আমলা আর পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই। প্রধান বিচারপতি আরও বলেন, তিনি চেয়েছিলেন আমলা ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখার জন্য একটি স্থায়ী কমিটি তৈরি করা হোক। ওই কমিটি পুলিশ এবং আমলাদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে।

আরও পড়ুন-“গডসে জিন্দাবাদ বলার অর্থ দেশকে নিলজ্জভাবে অপমান করা”, ক্ষুব্ধ বিজেপি সাংসদ বরুণ

রাজনৈতিক মহল মনে করছে, প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমলা ও পুলিশের বিরুদ্ধে বহুবার কখনো অতি সক্রিয়তা কখনোবা অতি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহের শুরুতেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হোটেলের ঘরে এক শিল্পপতির রহস্যজনক মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, যোগী রাজ্যের পুলিশ ওই ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে যদিও পুলিশ প্রথম থেকেই পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই পুরো ঘটনাটি অন্য দিকে মোড় নেয়। এ ঘটনায় বিধানসভা নির্বাচনের আগে চাপে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন। মৃতের পরিবার এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনা নিয়ে পথে নামার হুমকি দিলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ মৃত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন-সীমান্তে সেনা বাড়িয়েছে চিন, জানালেন দেশের সেনাপ্রধান নারাভানে

যোগী আশ্বাস দিয়েছেন, দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। যোগীর ওই মন্তব্যের পর প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version