Wednesday, August 27, 2025

রাতভর আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রবিক্ষোভ, রাতেই উঠল ঘেরাও

Date:

রাতভর ঘেরাও থাকার পর অবশেষে ঘেরাও মুক্ত হলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। জানা গেছে শুক্রবার রাতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মেডিক্যাল কলেজের ছাত্র, ইনটার্ন ও জুনিয়ার ডাক্তাররা। তবে রাতেই তিনঘণ্টা ধরে দু’তরফের বৈঠকের পর খানিকটা হলেও জট ছাড়ে। রাত সাড়ে ৩টে নাগাদ ঘেরাও ওঠে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে জ্বালানির জ্বালা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেল ও কেরোসিনের:

জানা গেছে, শুক্রবার সন্ধে থেকে একাধিক দাবিতে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় অধ্যাপকদের ঘেরাও শুরু করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের অভিযোগ, কলেজে কোনও সিন্ডিকেট নেই। সামান্য বিষয় নিয়ে বড় বেশি সমস্যা তৈরি করা হচ্ছে। যদিও কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চায়নি। এদিকে সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আগামী সপ্তাহে কলেজের স্টুডেন্টস কাউন্সিল গঠিত হওয়ার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এমনকি খসড়া তৈরি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজের ছাত্রছাত্রীদের জন্য ১০ একর জমিতে নতুন হস্টেল তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সূত্রের খবর এসব কিছু সম্পর্কে পড়ুয়ারা অবহিত নন। তাই শুক্রবার রাতে অধ্যক্ষকে ঘেরাও কর্মসূচি চালান তাঁরা। বিক্ষোভকারীরা জানান, তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের মদত নেই। অধ্যক্ষ কথা বললেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা তাঁদের। শুক্রবার রাতেই হাসপাতালে পৌঁছন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ।এরপর দু’পক্ষের  আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন তিনি। যদিও অধ্যক্ষকের কোনও প্রতিক্রিয়া  এখনও মেলেনি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version